আলোর জগত ডেস্ক : আশ্রিত রোহিঙ্গাদের একাংশকে কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরে বাংলাদেশকে সহায়তা করার উদ্যোগ নিচ্ছে জাতিসংঘ। এ সংক্রান্ত একটি নথির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শনিবার রাতে এ তথ্য জানায়।
রয়টার্স দাবি করেছে, তারা নথিটি দেখেছে।
রয়টার্স জানায়, জাতিসংঘের খাদ্য সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি সময়সীমা ও বাজেটসহ একটি পরিকল্পনা বাংলাদেশ সরকারকে দিয়েছে। সেখানে মানবিক নীতি সমুন্নত রেখে স্বেচ্ছায় যেতে আগ্রহীদের ভাসানচরে স্থানান্তর করার কথা বলা হয়েছে।
গত ১২ মে তৈরি করা ‘কনসেপ্ট অব অপারেশনস’ শীর্ষক ওই নথিতে বলা হয়েছে, ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গাদের চিহ্নিতকরণ, স্থানান্তর ও টেকসই বসতির জন্য ৮৬ লাখ থেকে ১ কোটি ৯০ লাখ ডলার তহবিলের জন্য বিশ্বের কাছে আবেদন জানানো হতে পারে।
এর আগে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানায়, কক্সবাজারের শিবির থেকে সরিয়ে রোহিঙ্গাদের নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে স্থানান্তরে বাংলাদেশ সরকারের নেওয়া উদ্যোগকে স্বাগত জানায় তারা। তবে সংস্থাটি বলছে, জোর করে রোহিঙ্গাদের সেখানে পাঠানো যাবে না। স্বেচ্ছায় রোহিঙ্গারা সেখানে যেতে চাইলে স্থানান্তর–প্রক্রিয়ায় আপত্তি থাকবে না জাতিসংঘের। কক্সবাজারের শিবির পরিদর্শন শেষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সুরক্ষাবিষয়ক সহকারী হাইকমিশনার ভলকার টার্ক।