চট্রগ্রাম প্রতিনিধি : তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট শুরুর দেড় ঘণ্টার মাথায় চট্টগ্রামের চন্দনাইশে ভোটকেন্দ্র দখল নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ সদস্য। ফরহাদ হোসেন (৩০) নামে ওই পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকের কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। আজ রোববার সকাল নয়টার দিকে পূর্ব চন্দনাইশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী বলছেন, পূর্ব চন্দনাইশ এলাকার ওই কেন্দ্র দখলে নিতে এ হামলা চালানো হয়। এতে পুলিশ কনস্টেবল ফরহাদ হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল বলেন, ভোটকেন্দ্র দখলে নিতে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা গুলি চালালে কনস্টেবল ফরহাদ গুলিবিদ্ধ হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
পূর্ব চন্দনাইশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মতিন জানান, সকালে একটি পক্ষ বুথে ঢুকে জোর করে ব্যালটে সিল মারতে চেষ্টা করে। এ সময় পুলিশ বাঁধা দিতে গেলে সংঘর্ষে এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়। এ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়েছে।