আলোর জগত ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্টিল মিলের চুল্লি বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ শনিবার ভার ৬টার দিকে শীতলপুর স্টিল অটো রি-রোলিং মিলে (এসএএসএম) এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- জাকির হোসেন (২৫), শাহ আলম (৫৫), মাইনুদ্দিন (২৫), আমজাদ হোসেন (৪০), রিয়াদ হোসেন (২৫), শাকিব হোসেন (৩২)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, স্ক্র্যাপ জাহাজের লোহা গলানোর পাত্র বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত ছয় শ্রমিকের মধ্যে রিয়াজ হোসেন, মো. মিয়া, আমজাদ মিয়া ও মাঈনুদ্দিনকে ঢাকায় পাঠানো হয়েছে। দগ্ধ শ্রমিক শাহ আলম ও জাকির হোসেন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসকরা জানান, গুরুতর আহত চারজনের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। অন্য দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।