বিনোদন ডেস্ক : প্রেম আর যুদ্ধে নাকি সবকিছুই বৈধ। যুক্তি-তর্ক, নিয়ম-নীতি, দায়িত্ব-কর্তব্য সবকিছুই এখানে তুচ্ছ। আসলেই কি তাই? গোলাম মোস্তফা শিমুলের কাহিনী ও পরিচালনায় ১৫মার্চ ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সম্পূর্ণ মৌলিক প্রেমের গল্পের চলচ্চিত্র ‘কারণ তোমায় ভালোবাসি’।
মুলত কমেডি লাভ সে্টারি ধারার চলচ্চিত্র এটি। এতে মোট ছয়টি গান রয়েছে। গান গেয়েছেন মমতাজ, সামিনা চৌধুরী, হাসান আবিদুর রেজা জুয়েল, বেলাল আহমেদ ও ফিরোজ কবির ডলার। গোলাম মোস্তফা শিমুলের লেখা গানগুলোর সুর করেছেন ফিরোজ কবির ডলার ও সঙ্গীতায়োজনে ছিলেন এসকে সমীর।