আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে একটি নাইটক্লাবে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ৭ জন। গতকাল শনিবার এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় প্রসিকিউটর অফিস জানিয়েছে, সূর্যোদয়ের আগে তিনটি গাড়িতে বন্দুকধারীরা সালামানকা শহরের লা-প্লায়া মেন্স ক্লাবে ঢুকে অতর্কিতে গুলি চালাতে থাকে। সেসময় ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়, হাসপাতালে নেয়ার পর আরো দুই জন মারা যান। বন্দুক হামলার পেছনে কারা জড়িত তা এখনো জানা যায়নি। তবে ওই শহরের তেল শোধনাগার থেকে একটি শক্তিশালী চক্র বিপুল পরিমাণ জ্বালানি তেল চুরি করে।
চলতি সপ্তাহেই ওই চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্দ্রে ম্যানুয়েল লোপেজ। নাইটক্লাবে ভয়াবহ বন্দুক হামলার তদন্ত চলছে।