জেলা প্রতিনিধি, নরসিংদী: সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই বাংলাদেশি নাগরিক। তারা পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়েছিলেন।নিহত নাজিম উদ্দিন ও জয়নাল আবেদীন সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের বাড়ী নরসিংদী জেলার সদর উপজেলার ছোয়াংয়ে।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন ও তার চাচা জয়নাল আবেদীন ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে যান। সৌদিতে ওমরাহ পালন শেষে সোমবার সন্ধ্যায় নাজিম ও জয়নাল পরিবারের অন্য সদস্যদের নিয়ে মদিনায় যাচ্ছিলেন। পথে তারা ওয়াদি আল জিন্নিতে জিনের পাহাড় দেখতে গাড়ি থেকে নামেন। এ সময় হঠাৎ পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাজিম ও জয়নাল মৃত্যু হয়।
জয়নাল আবেদীনের ছেলে হানিফ মিয়া বলেন, ২২ ফেব্রয়ারি পরিবারের সাত সদস্য নিয়ে ওমরা হজ পালন করতে সৌদি আরবে যান আব্বা। ওমরা পালন শেষে মদিনা যাওয়ার সময় দুর্ঘটনায় আমার আব্বা ও চাচাতো ভাইয়ের মৃত্যু হয়। স্বজন হারিয়ে আমাদের পরিবার এখন শোকাহত।