আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের বেয়েলসা প্রদেশে শুক্রবার রাতে জ্বালানি তেল সরবরাহের পাইপলাইনে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৫০ জন। বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায় পাইপলাইনে। এদিকে নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে স্থানীয় কর্তৃপক্ষ।
জানা গেছে, বিস্ফোরণ ঘটা পাইপলাইনটির মালিকানায় দেশটির তিনটি জ্বালানি তেল কোম্পানি রয়েছে বলে জানা গেছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখা হলেও তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুব কম বলে ধারণা উদ্ধারকর্মীদের।