ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

একশ নববধূর জন্য ১ লাখ রুপি করে অক্ষয়ের উপহার

ফাইল ছবি

বিনোদন ডেস্ক :  বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার রিল ও রিয়েল লাইফেও একই রকম নায়ক। সম্প্রতি পুলওয়ামা হামলায় নিহতদের পরিবারের জন্য অর্থ তহবিল সংগ্রহে নিজের ফলোয়ারদের উৎসাহিত করেন তিনি। এবার ভারতে গণবিবাহে আর্থিক সহায়তা দিতে এগিয়ে এলেন এই সুপারস্টার।

সম্প্রতি সুবিধাবঞ্চিত ১০০ জন বর-কনের গণবিয়েতে নিজে উপস্থিত থেকে বিয়ের তদারকি করেন অক্ষয়। আনুষ্ঠানিকতা শেষে প্রত্যেক নববধূর হাতে ১ লাখ রুপি তুলে দেন, যেন সুবিধাবঞ্চিত যুগলরা এই অর্থ দিয়ে তাদের কর্মসংস্থানের উপায় করতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, এরই মধ্যে প্রত্যেক কনের অ্যাকাউন্টে উপহারের টাকা পৌঁছে গেছে।

অক্ষয়ের হাতে এখন বেশ কয়েকটি ছবির কাজ। এর মধ্যে ‘কেসারি’র ট্রেলার প্রকাশিত হয়েছে। ১০ হাজার আফগানির সঙ্গে ২১ শিখের ঐতিহাসিক ব্যাটেল অব সারাগড়ির প্রেক্ষাপটে তৈরি হয়েছে এটি। এতে তার বিপরীতে আছেন পরিণীতি চোপড়া। এই ছবি মুক্তি পাবে আগামী ২১ মার্চ।

অক্ষয়ের হাতে আরোও রয়েছে কমেডি ফ্রাঞ্চাইজি ‘হাউসফুল ফোর’ ও করণ জোহর প্রযোজিত ‘গুড নিউজ’ (কারিনা কাপুর খান)।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

একশ নববধূর জন্য ১ লাখ রুপি করে অক্ষয়ের উপহার

আপডেট টাইম : ০২:১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০১৯

বিনোদন ডেস্ক :  বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার রিল ও রিয়েল লাইফেও একই রকম নায়ক। সম্প্রতি পুলওয়ামা হামলায় নিহতদের পরিবারের জন্য অর্থ তহবিল সংগ্রহে নিজের ফলোয়ারদের উৎসাহিত করেন তিনি। এবার ভারতে গণবিবাহে আর্থিক সহায়তা দিতে এগিয়ে এলেন এই সুপারস্টার।

সম্প্রতি সুবিধাবঞ্চিত ১০০ জন বর-কনের গণবিয়েতে নিজে উপস্থিত থেকে বিয়ের তদারকি করেন অক্ষয়। আনুষ্ঠানিকতা শেষে প্রত্যেক নববধূর হাতে ১ লাখ রুপি তুলে দেন, যেন সুবিধাবঞ্চিত যুগলরা এই অর্থ দিয়ে তাদের কর্মসংস্থানের উপায় করতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, এরই মধ্যে প্রত্যেক কনের অ্যাকাউন্টে উপহারের টাকা পৌঁছে গেছে।

অক্ষয়ের হাতে এখন বেশ কয়েকটি ছবির কাজ। এর মধ্যে ‘কেসারি’র ট্রেলার প্রকাশিত হয়েছে। ১০ হাজার আফগানির সঙ্গে ২১ শিখের ঐতিহাসিক ব্যাটেল অব সারাগড়ির প্রেক্ষাপটে তৈরি হয়েছে এটি। এতে তার বিপরীতে আছেন পরিণীতি চোপড়া। এই ছবি মুক্তি পাবে আগামী ২১ মার্চ।

অক্ষয়ের হাতে আরোও রয়েছে কমেডি ফ্রাঞ্চাইজি ‘হাউসফুল ফোর’ ও করণ জোহর প্রযোজিত ‘গুড নিউজ’ (কারিনা কাপুর খান)।