আলোর জগত ডেস্ক : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১০ হাজার ৩৮৭ পরীক্ষার্থী অনুপস্থিত। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে চার হাজার ৯৭৮ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পাঁচ হাজার ৪০৯ জন। এছাড়া পরীক্ষায় অনৈতিক কাজের অভিযোগে বহিষ্কার করা হয়েছে ২৪ পরীক্ষার্থীকে। গতকাল শনিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিয়ন্ত্রণ কক্ষ জানায়, মাদ্রাসা শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল ৩৭৮৮ আর বহিষ্কার হয়েছে ৬ পরীক্ষার্থী। কারিগরি শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল ১৬২১ আর বহিষ্কার হয়েছে ১৩ পরীক্ষার্থী। ঢাকা বোর্ডে অনুপস্থিত ১৩৯৬ জন। এছাড়া রাজশাহী বোর্ডে ৭৬২, কুমিল্লায় ৬৩১, যশোরে ৪৬৩, দিনাজপুরে ৫৪১, সিলেটে ৩১৮, বরিশালে ৩৯০ এবং চট্টগ্রাম বোর্ডে ৪৭৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। সাধারণ ৮টি বোর্ডে ৫ শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। এর মধ্যে ৩ জন বহিষ্কার হয়েছে বরিশাল বোর্ডে। এ ছাড়া ঢাকা ও দিনাজপুর শিক্ষাবোর্ডে একজন করে বহিষ্কার হয়েছে।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে দুই লাখ ৪৭ হাজার ৪৫২ পরীক্ষার্থীর মধ্যে তিন হাজার ৭৮৮ ও কারিগরি শিক্ষা বোর্ডে এক লাখ ছয় হাজার ৪২২ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল এক হাজার ৬২১।
সব বোর্ড মিলিয়ে বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা ২৪। এর মধ্যে বরিশাল বোর্ডে তিনজন, ঢাকা ও দিনাজপুর বোর্ডে একজন করে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সবচেয়ে বেশি কারিগরি বোর্ডের ১৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া মাদ্রাসা বোর্ডে বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছয়।