ওমর ফারুক তালুকদার, ভালুকা(ময়মনসিংহ)
ময়মনসিংহের ভালুকায় আঞ্চলিক শ্রমিকলীগ বিরুনীয়া ইউনিয়ন শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেট হামলা দিবস পালন করা হয়েছে। ২১ আগস্ট শনিবার দুপুরে বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী গ্রামে আঞ্চলিক শ্রমিকলীগ বিরুনীয়া ইউনিয়ন শাখার উদ্যোগে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিরুনীয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আঃ খালেকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বুলবুল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক, আন্তর্জাতিক ব্যবসায়ী ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সদস্য আলহাজ¦ এম এ ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক শ্রমিকলীগ ভালুকা উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, বিশিষ্ট সাংবাদিক মুক্তিযোদ্ধের চেতনায় ভালুকা প্রেসক্লাবের সভাপতি জিয়া উদ্দিন বাশার, ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক নুরে আলম জিকু, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন মন্ডল, শ্রমিকলীগ নেতা মানিক মিয়া, হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি রেজাউল করিম রিপন, ছাত্রলীগ নেতা বাহাদুর ইসলাম স্বপ্ন প্রমূখ।