ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শেরপুরে শিকলবন্ধি মানসিক প্রতিবন্ধী গুলবানু : প্রতিবন্ধি মেয়ে সহ ৩ সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শিকলবন্ধি মানসিক প্রতিবন্ধী গুলবানু, প্রতিবন্ধি মেয়ে সহ ৩ সন্তান নিয়ে মানবেতর ভাবে জীবন যাপন করছেন দিনমজুর শহিদুল। ঘটনাটি ঘটেছে,
 জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্ধা ইউনিয়নের কালীবাড়ী চেংগুরীয়া গ্রামে।
জানা যায়, গুলবানু(২৫)অনেক আগে থেকেই মানষিক রোগী।
দীর্ঘদিন যাবত বিনা চিকিৎসায় থাকার কারণে  গত প্রায় ৩মাস যাবত ভারসাম্যহীন আচরণ করে আসছেন। যে কারনে গুলবানুকে শিকল বন্ধি করে রাখা হয়েছে। অভাব অনটনে চিকিৎসা করাতে পারছেন না গুলবানুর স্বামী। ফলে প্রতিবন্ধী গুলবানুসহ ৩ সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। শহিদুলের ২মেয়ে ১ছেলের মধ্যে বড় মেয়েটিও শারিরীক প্রতিবন্ধী।
গুলবানুর স্বামী শহিদুল জানান, ৫ সদস্যের পরিবারে  একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শহিদুল। তার একার আয় দিয়ে পরিবারের ভরণ পোষন করাই দুস্কর। সে কারনে স্ত্রীর চিকিৎসা করানো সম্ভব হয়নি।
কারণ তাদের থাকার একটি ঘর ছাড়া আর কোন জায়গা জমি নেই। শহিদুল নিজেও অসুস্থ। মাঝে মধ্যে শরীর ভালো থাকলে দিন মজুরের কাজ করে চাউল ডাউল কিনতে পারেন। না হলে অনাহারে দিন কাটাতে হয়।
শহিদুল জানান, তার প্রতিবন্ধি মেয়ে ও স্ত্রীর নামে প্রতিবন্ধী ভাতার কার্ডের আবেদন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে  জানিয়েও কোন লাভ হয়নি।
তাদের ভাগ্যেও জুটেনি কোন সাহায্য সহযোগীতা।
এ ব্যাপারে ইউপি সদস্য মজনু মিয়া বলেন, “শহিদুল বা তার স্ত্রী গুলবানুর কোন জাতীয় পরিচয় পত্র নেই। এমনকি তার বাচ্চাদেরও নেই কোন জন্ম নিবন্ধন সনদ। আমি শহিদুলকে বারংবার জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধন সনদের কথা বলেছিলাম। কিন্তু তারা আমলে নেইনি। যে কারণে তাদেরকে কোন ভাতার আওতায় আনতে পারছিনা”।
 ১১/০৬/২০২১ইং।
Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

শেরপুরে শিকলবন্ধি মানসিক প্রতিবন্ধী গুলবানু : প্রতিবন্ধি মেয়ে সহ ৩ সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন

আপডেট টাইম : ১১:৪৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শিকলবন্ধি মানসিক প্রতিবন্ধী গুলবানু, প্রতিবন্ধি মেয়ে সহ ৩ সন্তান নিয়ে মানবেতর ভাবে জীবন যাপন করছেন দিনমজুর শহিদুল। ঘটনাটি ঘটেছে,
 জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্ধা ইউনিয়নের কালীবাড়ী চেংগুরীয়া গ্রামে।
জানা যায়, গুলবানু(২৫)অনেক আগে থেকেই মানষিক রোগী।
দীর্ঘদিন যাবত বিনা চিকিৎসায় থাকার কারণে  গত প্রায় ৩মাস যাবত ভারসাম্যহীন আচরণ করে আসছেন। যে কারনে গুলবানুকে শিকল বন্ধি করে রাখা হয়েছে। অভাব অনটনে চিকিৎসা করাতে পারছেন না গুলবানুর স্বামী। ফলে প্রতিবন্ধী গুলবানুসহ ৩ সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। শহিদুলের ২মেয়ে ১ছেলের মধ্যে বড় মেয়েটিও শারিরীক প্রতিবন্ধী।
গুলবানুর স্বামী শহিদুল জানান, ৫ সদস্যের পরিবারে  একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শহিদুল। তার একার আয় দিয়ে পরিবারের ভরণ পোষন করাই দুস্কর। সে কারনে স্ত্রীর চিকিৎসা করানো সম্ভব হয়নি।
কারণ তাদের থাকার একটি ঘর ছাড়া আর কোন জায়গা জমি নেই। শহিদুল নিজেও অসুস্থ। মাঝে মধ্যে শরীর ভালো থাকলে দিন মজুরের কাজ করে চাউল ডাউল কিনতে পারেন। না হলে অনাহারে দিন কাটাতে হয়।
শহিদুল জানান, তার প্রতিবন্ধি মেয়ে ও স্ত্রীর নামে প্রতিবন্ধী ভাতার কার্ডের আবেদন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে  জানিয়েও কোন লাভ হয়নি।
তাদের ভাগ্যেও জুটেনি কোন সাহায্য সহযোগীতা।
এ ব্যাপারে ইউপি সদস্য মজনু মিয়া বলেন, “শহিদুল বা তার স্ত্রী গুলবানুর কোন জাতীয় পরিচয় পত্র নেই। এমনকি তার বাচ্চাদেরও নেই কোন জন্ম নিবন্ধন সনদ। আমি শহিদুলকে বারংবার জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধন সনদের কথা বলেছিলাম। কিন্তু তারা আমলে নেইনি। যে কারণে তাদেরকে কোন ভাতার আওতায় আনতে পারছিনা”।
 ১১/০৬/২০২১ইং।