মোঃ রমিজ উদ্দিন, স্টাফ রিপোর্টার :ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর ও শিশুদের টিকাদান কেন্দ্রে সোমবার দুপুর ১২টায় চিকিৎসা নিতে এসে তিন নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগি ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়।প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ চিকিৎসা নিতে আসেন। সকাল থেইে আউটডোরে ভিড় লেগে থাকে।জন্মেজয় এলাকার মালিনা(৩৫), পুকুরিয়া গ্রামের আখি(২৬) ও ভারইল গ্রামের হোসনে আরা(২৮) নামে তিন নারীও চিকিৎসা নিতে আসে। দুপুর ১২টার দিকে আউটডোর টিকিট কাউন্টার ও শিশুদের টিকাদান কেন্দ্রের সামনে ভিড়ের মধ্যে অজ্ঞাতনামা ৪/৫ জন মহিলা প্রথমে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু করে ও পরে লাইনে দাড়িয়ে থাকা রোগীদের সাথে ধাক্কাধাক্কি শুরু করে। ধাক্কাধাক্কির এক পর্যায়ে দুবাই প্রবাসী কামরুল হাসানের স্ত্রী রাহিমা আক্তার আঁখির ১ লাখ টাকা মূল্যের দেড় ভরি ওজনের সোনার হার, মোঃ আমিরুর ইসলামের স্ত্রী মোছাঃ মলিনা আক্তারের ৩৫ হাজার টাকা মূল্যের আধা ভরি ওজনের সোনার হার এবং হোসনে আরার একটি সোনার হার গলা থেকে ছিঁড়ে নিয়ে পালিয়ে যায় মহিলা ছিনতাইকারীর দল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইন উদ্দিন খান বলেন, হাসপাতাল সিসি টিভি ক্যামেরার আওতায় আছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অবশ্যই এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ শিরোনাম :
তিন নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই
- দৈনিক আলোর জগত ডেস্ক :
- আপডেট টাইম : ০৮:৫৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- ১৮৪ বার পড়া হয়েছে
Tag :