নুরুল আমিন ফুলপুর (ময়মনসিংহ):অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতনের প্রতিবাদে এবং রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও হেনস্থাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ফুলপুর প্রেসক্লাব। বুধবার বিকালে ভাষা সৈনিক মরহুম এম শামছুল হক চত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফুলপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির মুকুলের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন, ফুলপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন, সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক এটিএম রবিউল করিম রবি, অর্থ সম্পাদক আব্দুল মান্নান, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর শাখার সভাপতি আব্দুল্লাহ সহ সাংবাদিক নেতৃবৃন্দ। মানববন্ধন কর্মসূচীর সঞ্চালনায় ছিলেন সাংবাদিক সাখাওয়াত হোসেন। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, সিদ্দিকুল হাসান (সাঃ ফুলপুর), মোহাম্মদ মোস্তফা খান (কালের কন্ঠ), মোঃ ইমাম হোসেন (দৈঃ আমার বার্তা), রাকিবুল ইসলাম মাহফুজ (দৈঃ কালের আলো), মোঃ সেকান্দর আলী (ডেইলী বাংলাদেশ টুডে), মোঃ ইয়াকুব আলী (দৈঃ বিজনেস বাংলাদেশ), কামরুল ইসলাম (নতুন সন্ধানে), মোঃ উমর ফারুক (দৈঃ মুক্ত খবর) প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের নামে দেওয়া মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তি দানের দাবী জানিয়েছেন।, একইসাথে এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবী জানান তারা।
সংবাদ শিরোনাম :
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ফুলপুর প্রেসক্লাবের মানববন্ধন
- দৈনিক আলোর জগত ডেস্ক :
- আপডেট টাইম : ০৮:৫৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- ১৬৩ বার পড়া হয়েছে
Tag :