ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

গফরগাঁওয়ে বজ্রাঘাতে নিহত – ১

নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও: ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপা‌তে নুরুল হক (৬০) না‌মে এক কৃষক মারা গেছেন। রবিবার (২ মে) দুপুরে উপ‌জেলার সালটিয়া ইউ‌নিয়‌নের মোড়ল পাড়া গ্রামের আন্দাবুড়ী বিলে এ ঘটনা ঘ‌টে। নিহত কৃষক নুরুল হক ওই গ্রা‌মের নজর আলী ভূইয়ার ছে‌লে।

সে জমিতে ধান কাটছিলেন এসময় হঠাৎ বৃ‌ষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। দুপুর সা‌ড়ে ৩টার দি‌কে বজ্রপা‌তে ত‌ড়িতাহত হ‌য়ে ঘটনাস্থ‌লে মারা যান কৃষক নুরুল হক

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি জানান, বিলের জ‌মি থে‌কে বোরো ধান কেটে নিয়ে বাড়িতে ফিরছিলেন ক‌য়েকজন কৃষক।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

গফরগাঁওয়ে বজ্রাঘাতে নিহত – ১

আপডেট টাইম : ০৯:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১

নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও: ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপা‌তে নুরুল হক (৬০) না‌মে এক কৃষক মারা গেছেন। রবিবার (২ মে) দুপুরে উপ‌জেলার সালটিয়া ইউ‌নিয়‌নের মোড়ল পাড়া গ্রামের আন্দাবুড়ী বিলে এ ঘটনা ঘ‌টে। নিহত কৃষক নুরুল হক ওই গ্রা‌মের নজর আলী ভূইয়ার ছে‌লে।

সে জমিতে ধান কাটছিলেন এসময় হঠাৎ বৃ‌ষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। দুপুর সা‌ড়ে ৩টার দি‌কে বজ্রপা‌তে ত‌ড়িতাহত হ‌য়ে ঘটনাস্থ‌লে মারা যান কৃষক নুরুল হক

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি জানান, বিলের জ‌মি থে‌কে বোরো ধান কেটে নিয়ে বাড়িতে ফিরছিলেন ক‌য়েকজন কৃষক।