ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

গফরগাঁওয়ে বজ্রাঘাতে নিহত – ১

নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও: ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপা‌তে নুরুল হক (৬০) না‌মে এক কৃষক মারা গেছেন। রবিবার (২ মে) দুপুরে উপ‌জেলার সালটিয়া ইউ‌নিয়‌নের মোড়ল পাড়া গ্রামের আন্দাবুড়ী বিলে এ ঘটনা ঘ‌টে। নিহত কৃষক নুরুল হক ওই গ্রা‌মের নজর আলী ভূইয়ার ছে‌লে।

সে জমিতে ধান কাটছিলেন এসময় হঠাৎ বৃ‌ষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। দুপুর সা‌ড়ে ৩টার দি‌কে বজ্রপা‌তে ত‌ড়িতাহত হ‌য়ে ঘটনাস্থ‌লে মারা যান কৃষক নুরুল হক

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি জানান, বিলের জ‌মি থে‌কে বোরো ধান কেটে নিয়ে বাড়িতে ফিরছিলেন ক‌য়েকজন কৃষক।

Tag :
আপলোডকারীর তথ্য

আনুমানিক ০৩ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের ১১ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

গফরগাঁওয়ে বজ্রাঘাতে নিহত – ১

আপডেট টাইম : ০৯:৫০:৪০ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১

নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও: ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপা‌তে নুরুল হক (৬০) না‌মে এক কৃষক মারা গেছেন। রবিবার (২ মে) দুপুরে উপ‌জেলার সালটিয়া ইউ‌নিয়‌নের মোড়ল পাড়া গ্রামের আন্দাবুড়ী বিলে এ ঘটনা ঘ‌টে। নিহত কৃষক নুরুল হক ওই গ্রা‌মের নজর আলী ভূইয়ার ছে‌লে।

সে জমিতে ধান কাটছিলেন এসময় হঠাৎ বৃ‌ষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। দুপুর সা‌ড়ে ৩টার দি‌কে বজ্রপা‌তে ত‌ড়িতাহত হ‌য়ে ঘটনাস্থ‌লে মারা যান কৃষক নুরুল হক

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি জানান, বিলের জ‌মি থে‌কে বোরো ধান কেটে নিয়ে বাড়িতে ফিরছিলেন ক‌য়েকজন কৃষক।