(লক্ষ্মীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি, ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার) মহোদয়ের নির্দেশে,
লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, পিপিএম-সেবা’র সার্বিক তত্ত্বাবধানে প্রাণঘাতী করোনা ভাইরাস সচেতনতায় মাস্ক বিতরণ ও প্রচারণা চালিয়েছে লক্ষ্মীপুরের রায়পুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল।
থানার অফিসার ও স্বেচ্ছাসেবীদের নিয়ে রবিবার (২১ মার্চ) সকাল থেকে রায়পুর পৌর শহরের বাস স্ট্যান্ডে চলাচলরত পথচারীদের হাতে ‘নিজে সচেতন হউন, অন্যকে সচেতন করুন, করোনা ভাইরাস থেকে বাঁচুন’ এমন নানা স্লোগান দিয়ে মাস্ক পরিয়ে দেন। এসময় পথচারীসহ বাজারের দোকানে দোকানে গিয়ে মাস্ক পরিয়ে দেন।
অফিসার ইনচার্জ আব্দুল জলিল বলেন, আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করে করোনা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে। নিজে সুস্থ থাকুন-মাস্ক পরিদান করুন। অন্যকে পরতে উৎসাহিত করুন।