জয়নাল আবেদীন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে মাদ্রাসার শিশু ছাত্র ইয়াছিন (৮) কে নির্মমভাবে পেটানোর অভিযোগ উঠেছে ওমর ফারুক নামের এক শিক্ষকের বিরুদ্ধে।
বুধবার সকালে লক্ষ্মীপুরের রায়পুর নতুন বাজার তাহজিবুল উম্মাহ ইসলামিক ইনষ্টিটিউট মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছাত্রকে পেটানোর ছবি ভাইরাল হওয়ার পর এ নিয়ে সমালোচনার ঝড় উঠে।
শিশুর মা লাভলী বেগম অভিযোগ করে বলেন, আমার ছেলে উপজেলার নতুন বাজার তাহজিবুল উম্মাহ ইসলামিক ইনষ্টিটিউট মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে অধ্যায়ন করে। রহস্যজনক কারণে ওমর ফারুক নামের ওই শিক্ষক আমার সামনেই ডিস লাইনের তার দিয়ে নির্মমভাবে পিটিয়ে যখম করে। তাতেই শেষ হয়নি। শিশুটিকে টেনে হিছড়ে মাদ্রাসায় নিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করে। পরে আহত অবস্থায় রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন বলে দেশ জার্নালকে জানিয়েছেন শিশুর মা লাভলী আক্তার।
অভিযুক্ত শিক্ষক ওমর ফারুকের সাথে মুঠোফোনে একাধিক যোগাযোগ করার চেষ্টা করেও ফোন না ধরায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
রায়পুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।