বিনোদন ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং ছেলে অভিনেতা অভিষেক বচ্চন। আক্রান্ত হওয়ার পর নিজ নিজ টুইটার অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিশ্চিত করেন তারা।
টুইটে অমিতাভ লিখেছেন, আমি করোনা আক্রান্ত হয়েছি। হাসপাতালে ভর্তি হয়েছি। হাসপাতাল থেকে জানানো হয়েছে পরিবারের সবাইকে করোনা পরীক্ষা করাতে হবে।
অভিষেক টুইটে লেখেন, আজ সকালে আমার এবং বাবার কোভিড টেস্ট হয়। আমাদের মৃদু উপসর্গ দেখা দিয়েছিল। রিপোর্টে আমাদের করোনা পজিটিভ এসেছে।
জানা যায়, করোনা ভাইরাসের লকডাউনের এই গোটা সময়টাই নিজ বাড়িতেই ছিলেন অমিতাভ। ঘরে বসেই একটি ভিডিও শ্যুটে কাজ করেছিলেন তিনি।