ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সালমান-করণদের বয়কট দাবিতে ৪০ লক্ষ মানুষের স্বাক্ষর

বিনোদন ডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় উত্তাল হয়ে উঠেছে নেটদুনিয়া। এরই মধ্যে বলিউডে তারকারা নেপোটিজমের অভিযোগ তুলেছেন। করণ জোহর, যশরাজ ফিল্মস ও সালমান খানকে বয়কটের অভিযোগ তোলা হয়েছিলো আগেই। এবার শুরু হল অনলাইন পিটিশন। এরমধ্যে সালমান-করণ জোহরদের বয়কোটের দাবিতে ৪০ লক্ষ মানুষ সাক্ষর করেছেন।

এমনকী নেটফ্লিক্স,অ্যামাজন প্রাইম, হট স্টারেও এর মত জনপ্রিয় প্ল্যাটফর্মেও যাতে এই সব তারকাদের কোনও ছবির প্রমোশন না হয় তার জন্যও ভেবে দেখার অনুরোধ করা হয়েছে পিটিশনে। করণ জোহার এবং যশরাজ ফিল্মমসকে পুরোপুরি বয়কটের দাবি জানানো হয়েছে। এছাড়াও যে সব তারকা সন্তানদের এই সব প্রযোজনা সংস্থা লঞ্চ করেছে তাদেরও বয়কটের দাবি জানানো হয়েছে।

কাই পো চে দিয়েই বলিউডে যাত্রা শুরু করেছিলেন সুশান্ত সিং রাজপুত। এরপর এমএস ধোনি, পিকে, রবতা, কেদারনাথ ছিঁছোড়ে-র মতো সিনেমায় অভিনয় করেছেন। গত সপ্তাহে আত্মহত্যা করেন সুশান্ত। তার আত্মহত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। এখন পর্যন্ত পুলিশ ১৩ জনের বয়ান রেকর্ড করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

সালমান-করণদের বয়কট দাবিতে ৪০ লক্ষ মানুষের স্বাক্ষর

আপডেট টাইম : ০১:০০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০

বিনোদন ডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় উত্তাল হয়ে উঠেছে নেটদুনিয়া। এরই মধ্যে বলিউডে তারকারা নেপোটিজমের অভিযোগ তুলেছেন। করণ জোহর, যশরাজ ফিল্মস ও সালমান খানকে বয়কটের অভিযোগ তোলা হয়েছিলো আগেই। এবার শুরু হল অনলাইন পিটিশন। এরমধ্যে সালমান-করণ জোহরদের বয়কোটের দাবিতে ৪০ লক্ষ মানুষ সাক্ষর করেছেন।

এমনকী নেটফ্লিক্স,অ্যামাজন প্রাইম, হট স্টারেও এর মত জনপ্রিয় প্ল্যাটফর্মেও যাতে এই সব তারকাদের কোনও ছবির প্রমোশন না হয় তার জন্যও ভেবে দেখার অনুরোধ করা হয়েছে পিটিশনে। করণ জোহার এবং যশরাজ ফিল্মমসকে পুরোপুরি বয়কটের দাবি জানানো হয়েছে। এছাড়াও যে সব তারকা সন্তানদের এই সব প্রযোজনা সংস্থা লঞ্চ করেছে তাদেরও বয়কটের দাবি জানানো হয়েছে।

কাই পো চে দিয়েই বলিউডে যাত্রা শুরু করেছিলেন সুশান্ত সিং রাজপুত। এরপর এমএস ধোনি, পিকে, রবতা, কেদারনাথ ছিঁছোড়ে-র মতো সিনেমায় অভিনয় করেছেন। গত সপ্তাহে আত্মহত্যা করেন সুশান্ত। তার আত্মহত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। এখন পর্যন্ত পুলিশ ১৩ জনের বয়ান রেকর্ড করেছে।