আলোর জগত ডেস্ক: দেশের আরো পাঁচ জেলার ৪৪ এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় সোমবার সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জেলাগুলো হচ্ছে ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়া। এসব জেলার রেড জোন এলাকায় সাধারণ ছুটি থাকবে।
রেড জোন ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে। ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত থাকবে।
এর আগে দেশের ১০ জেলার ২৭ অঞ্চলকে রেড জোন হিসেবে ঘোষণা করায় রবিবার মধ্যরাতে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
দৈনিক আলোর জগত ডেস্ক : 














