ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫

করোনাকে ‘কুং ফ্লু’ নামে ডাকলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: আরও একবার বেইজিংকে নিশানা করলেন ট্রাম্প। আগেই করোনাকে “চীনা ভাইরাস” বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার করোনার নতুন নাম দিলেন “কুং ফ্লু।”। আমেরিকায় সামনেই নির্বাচন। পুরোদমে মাঠে নেমে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের প্রথম নির্বাচনী প্রচার থেকেই একহাত নিলেন চীনকে।

করোনাভাইরাসের এত নাম আছে যা ইতিহাসে অন্য কোনও রোগের নেই, এভাবেই শনিবার ওকালহোমা থেকে ট্রাম্প বক্তব্য শুরু করেছিলেন। তারপর তিনি বলেন,”আমি নাম দিতে পারি কুং ফ্লু। অনেকে ভাইরাস বলে, অনেকে ফ্লু বলে। তফাৎ কোথায়!” চীনের মার্শাল আর্টকে কুংফু বলে। আর এভাবেই ফের করোনা কাঁটায় চীনকে কাঠগড়ায় তুললেন ট্রাম্প।

বারবারই করোনা ছড়ানোর দায়ে চীনকে বেকায়দায় ফেলেছে হোয়াইট হাউস। স্টেট সেক্রেটারি মাইক পম্পেও থেকে ট্রাম্প, বারবার তোপ দেগেছেন চীনের বিরুদ্ধে। চীন-আমেরিকা তরজায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব অনুদান বন্ধ করেছে আমেরিকা। এমনকি করোনা ছড়ানোর জন্য চিনকে নাম করেই হুমকি দিয়েছে আমেরিকা। ফের আবার একই বাক্য়বাণ।

তবে এ পর্যন্ত সারা বিশ্বে করোনা আক্রান্তর সংখ্যা ৮৯ লক্ষ ছাড়িয়েছে। আমেরিকায় সংখ্যাটা ২৩ লক্ষেরও বেশি। কবে করোনার প্রতিষেধক মিলবে তা যেমন অনিশ্চিত। ঠিক তেমনই আসন্ন নির্বাচনে ৭৪ বছরের ট্রাম্প ৭৭ বছরের ডেমোক্র্যাট জো বাইডেনকে পরাজিত করতে পারবেন কিনা তাও লাখ টাকার প্রশ্ন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

করোনাকে ‘কুং ফ্লু’ নামে ডাকলেন ট্রাম্প

আপডেট টাইম : ০৪:২০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: আরও একবার বেইজিংকে নিশানা করলেন ট্রাম্প। আগেই করোনাকে “চীনা ভাইরাস” বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার করোনার নতুন নাম দিলেন “কুং ফ্লু।”। আমেরিকায় সামনেই নির্বাচন। পুরোদমে মাঠে নেমে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের প্রথম নির্বাচনী প্রচার থেকেই একহাত নিলেন চীনকে।

করোনাভাইরাসের এত নাম আছে যা ইতিহাসে অন্য কোনও রোগের নেই, এভাবেই শনিবার ওকালহোমা থেকে ট্রাম্প বক্তব্য শুরু করেছিলেন। তারপর তিনি বলেন,”আমি নাম দিতে পারি কুং ফ্লু। অনেকে ভাইরাস বলে, অনেকে ফ্লু বলে। তফাৎ কোথায়!” চীনের মার্শাল আর্টকে কুংফু বলে। আর এভাবেই ফের করোনা কাঁটায় চীনকে কাঠগড়ায় তুললেন ট্রাম্প।

বারবারই করোনা ছড়ানোর দায়ে চীনকে বেকায়দায় ফেলেছে হোয়াইট হাউস। স্টেট সেক্রেটারি মাইক পম্পেও থেকে ট্রাম্প, বারবার তোপ দেগেছেন চীনের বিরুদ্ধে। চীন-আমেরিকা তরজায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব অনুদান বন্ধ করেছে আমেরিকা। এমনকি করোনা ছড়ানোর জন্য চিনকে নাম করেই হুমকি দিয়েছে আমেরিকা। ফের আবার একই বাক্য়বাণ।

তবে এ পর্যন্ত সারা বিশ্বে করোনা আক্রান্তর সংখ্যা ৮৯ লক্ষ ছাড়িয়েছে। আমেরিকায় সংখ্যাটা ২৩ লক্ষেরও বেশি। কবে করোনার প্রতিষেধক মিলবে তা যেমন অনিশ্চিত। ঠিক তেমনই আসন্ন নির্বাচনে ৭৪ বছরের ট্রাম্প ৭৭ বছরের ডেমোক্র্যাট জো বাইডেনকে পরাজিত করতে পারবেন কিনা তাও লাখ টাকার প্রশ্ন।