আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় সুমাত্রা প্রদেশে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে। এতে গুরুতর আহত হন আরও কমপক্ষে ১৩ জন।
আরো পড়ুন: আসছে শৈত্যপ্রবাহ
প্রাদেশিক পুলিশের বরাতে ফরাসি বার্তা সংস্থা ‘এএফপি’ জানায়, সোমবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিল।
পুলিশের মুখপাত্র ডলি গুমারা ‘এএফপিকে’ বলেছেন, দুর্ঘটনার সময় যাত্রীবাহী বাসটি প্রায় ১৫০ মিটার গভীর গিরিখাতে পড়লে বহু লোক হতাহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও বলেন, ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে আমরা এখনো নিশ্চিতভাবে বলতে পারছি না। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তকাজ শুরু হয়েছে।