আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় যৌথবাহিনীর অভিযানে দুই আত্মঘাতী বোমারুসহ ছয়জন জঙ্গি নিহত হয়েছেন। নিহত ৬ সন্ত্রাসীর মধ্যে একজন নারীও রয়েছে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে চার নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হন। আজ বুধবার সকালে কোয়েটার কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট এবং ইন্টেলিজেন্স এজেন্সির সমন্বয়ে কোয়েটার ইস্টার্ন বাইপাস অঞ্চলে এই অভিযান চালানো হয়।
আরো পড়ুন : নিউজিল্যান্ডে বাস উল্টে নিহত ৫
এ বিষয়ে কোয়েটার কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের মুখপাত্র জানান, সন্ত্রাসীরা কোয়েটার পূর্বাঞ্চলে একটি গুদামঘরে অবস্থান নেওয়ার খবর পেয়ে এই যৌথবাহিনীর অভিযান চালানো হয়। জঙ্গিদমন বাহিনীর সদস্যরা গুদামঘরটি ভেঙ্গে প্রবেশ করার চেষ্টা করলে এক আত্মঘাতী বোমারু বিস্ফোরণ ঘটান। এর পরপরই কাউন্টার টেরোরিজম বিভাগের সদস্যদের দিকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করলে চার নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হন। আহত কর্মীদের তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানো হয়।
পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, যৌথবাহিনীর এ অভিযান প্রায় টানা ৫ ঘণ্টা ধরে চলে। এ ঘটনার পর রাজ্য সরকার ওই অঞ্চলে পুলিশের বিভাগের কয়েকটি বিশেষ ফোর্স পাঠানো হয়। অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়।