আলোর জগত ডেস্ক : নিউ ইয়র্কে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সেক্রেটারি জেনারেল আকবর খানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র সফররত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় তাঁরা সিপিএর কার্যক্রম ও ভবিষ্যত্ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। গতকাল রবিবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন : কোরীয় প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠকে তিন চুক্তি সই
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠক শেষে স্পিকার নিউ ইয়র্কে জাতিসংঘের ইকোসক চেম্বারে হাই লেভেল পলিটিক্যাল ফোরামের (এইচএলপিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। এ ছাড়া এইচএলপিএফের ‘কার্যকর উন্নয়ন সহযোগিতার জন্য বৈশ্বিক অংশীদারির’ (জিপিইডিসি) সিনিয়র লেভেল মিটিংয়ে অংশ নেন তিনি।
প্রসঙ্গত, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সিপিএ নির্বাহী কমিটির নির্বাচিত চেয়ারপারসন ছিলেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ২০১৪ সালের ৮ অক্টোবর সিপিএ নির্বাহী কমিটির ২১তম চেয়ারপারসন নির্বাচিত হন এবং ২০১৭ সালের ৭ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।