নিজস্ব প্রতিবেদক : আসন্ন বাউফল উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শনিবার রাত ৭ টায় যাত্রাবাড়ী মীরহাজিরবাগ ৫১ নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ঢাকাস্থ বাউফলবাসীর উদ্যোগে প্রার্থী পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকাস্থ বাউফলবাসী, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন।
এ্যাডভোকেট শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সাধারন সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি ছিলেন সাবেক চীফহুইপ আ স ম ফিরোজ এর পুত্র -পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য শাকিব রায়হান ,বাউফল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে আসন্ন বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আব্দুল মোতালেব হাওলাদার কে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটের মাধ্যমে বিজয় নিশ্চিত করবেন।
তিনি আরো বলেন ,যারা বাংলাদেশে সফল রাষ্ট্র নায়ক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা দেশ নায়ক-মাননীয় প্রধান মন্ত্রীর শেখ হাসিনাকে ভাল বাসেন এবং আওয়ামীলীগের আ স ম ফিরোজের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন এটাই আমার বিশ্বাস।
সংক্ষিপ্ত বক্তব্যে বাউফল উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুল মোতালেব হাওলাদার বলেন, আমাকে আপনাদের মূল্যেবান ভোট দিয়ে নির্বাচিত করলে মাননীয় এম পি আ স ম ফিরোজ এর মাধ্যমে আমার /আপনাদের রাস্তাঘাট মেরামতসহ সকল চাওয়া পাওয়া পূরন এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকব ইনশাআল্লাহ!।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাউফলের কৃতিসন্তান , কবি নজরুল সরকারী কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৩৭নং ওয়ার্ড, ঢাকা মহানগরি দক্ষিন যুবলীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, কবি নজরুল সরকারী কলেজের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক, নাট্যনির্মাতা ও সাংস্কৃতিক কর্মী সোয়েব সাদিক সজীব, যুবলীগের অন্যতম নেতা মামুনুর রহমান (মোল্লা), সূত্রাপুর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিমসহ প্রমুখ।