ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সানির নতুন ঝলক

ফাইল ছবি

বিনোদন ডেস্ক :  সোশ্যাল মিডিয়ায় সানি লিওনের আপডেট মানেই হট কোন ঘটনা। সেই কারণেই ভক্তরা প্রায় সর্বক্ষণ তার সোশ্যাল সাইটে চোখ রাখেন। সম্প্রতি নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন নেটদুনিয়ায়।

পুরোপুরি ওয়াইট জামা পড়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি। একদৃষ্টে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। তাতেই ঘায়েল নেটিজেন। অসংখ্য কমেন্টস এবং লাইকের বন্যা বইছে তার এই পোস্টে।

কলকাতা২৪ পত্রিকার খবরে বলা হয়, মাস খানেক আগে ডাব্বু রত্নানির ফটোশুটের ছবিও প্রকাশ করেছিলেন সানি। বলিউডে ডাব্বু রত্নানির ক্যালেন্ডার লঞ্চ এক বার্ষিক উৎসব। শুরু হয়ে গিয়েছে তারই আয়োজন। কারণ শুধু তারকারাই নন, ভারতের ফ্যাশন ও ফটোগ্রাফি প্রেমীরা অপেক্ষা করে থাকেন এবছর তার ক্যামেরার সামনে কাকে নতুন রূপে দেখা যাবে। সামনে এসেছে তারই কয়েকটি ঝলক।

এবছর ডাব্বুর দিন-পঞ্জিকায় হট পার্টে থাকছেন সানি। সেকথা জানিয়ে দিলেন তিনি। আসলে ডাব্বু রত্নানি লেন্সের ওপার থেকে বলি-সেলেবদের যেভাবে তুলে আনেন তার আদরের ক্যালেন্ডারে তা সত্যি অসাধারণ। সেই লেন্সে ধরা পড়েছে সানি লিওন। তো ঝড় তো উঠবেই।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

সানির নতুন ঝলক

আপডেট টাইম : ০১:৪০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯

বিনোদন ডেস্ক :  সোশ্যাল মিডিয়ায় সানি লিওনের আপডেট মানেই হট কোন ঘটনা। সেই কারণেই ভক্তরা প্রায় সর্বক্ষণ তার সোশ্যাল সাইটে চোখ রাখেন। সম্প্রতি নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন নেটদুনিয়ায়।

পুরোপুরি ওয়াইট জামা পড়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি। একদৃষ্টে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে। তাতেই ঘায়েল নেটিজেন। অসংখ্য কমেন্টস এবং লাইকের বন্যা বইছে তার এই পোস্টে।

কলকাতা২৪ পত্রিকার খবরে বলা হয়, মাস খানেক আগে ডাব্বু রত্নানির ফটোশুটের ছবিও প্রকাশ করেছিলেন সানি। বলিউডে ডাব্বু রত্নানির ক্যালেন্ডার লঞ্চ এক বার্ষিক উৎসব। শুরু হয়ে গিয়েছে তারই আয়োজন। কারণ শুধু তারকারাই নন, ভারতের ফ্যাশন ও ফটোগ্রাফি প্রেমীরা অপেক্ষা করে থাকেন এবছর তার ক্যামেরার সামনে কাকে নতুন রূপে দেখা যাবে। সামনে এসেছে তারই কয়েকটি ঝলক।

এবছর ডাব্বুর দিন-পঞ্জিকায় হট পার্টে থাকছেন সানি। সেকথা জানিয়ে দিলেন তিনি। আসলে ডাব্বু রত্নানি লেন্সের ওপার থেকে বলি-সেলেবদের যেভাবে তুলে আনেন তার আদরের ক্যালেন্ডারে তা সত্যি অসাধারণ। সেই লেন্সে ধরা পড়েছে সানি লিওন। তো ঝড় তো উঠবেই।