ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

জনপ্রিয় নায়িকা বুবলি তাকে দুইবার গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ করেছেন। ‘চোখ’ ছবির শুটিং সেট থেকে রাতে ফেরার পথে বুধ ও বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন।

বুবলি বলেন, ‘ঘটনা দুটি বুধবার ও বৃহস্পতিবার রাতের। আমি চোখ ছবির শুটিং করে বাসায় ফিরছিলাম। প্রথমদিন ঘটার পর ভেবেছিলাম হয়ত দুর্ঘটনা। কিন্তু পরদিন একইভাবে একই স্থানে ঘটনা ঘটায় বুঝতে বাকি রইলো না এটি পরিকল্পিত।’জানা গেছে, ঘটনাস্থল হচ্ছে উত্তরা থেকে এয়ারফোর্ট এলাকার মাঝামাঝি। বুবলি এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

এদিকে বুবলি বিষয়টি নিয়ে তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লেখেন, ‘সব সড়ক দুর্ঘটনাই দুর্ঘটনা নয়, অনেক সময় পরিকল্পিতও হয় তা গত দুদিন টের পেয়েছি। উপলব্ধি করেছি আমরা যা দেখি বা যা শুনি তার পেছনেও অন্য এক অজানা সত্য থাকে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম আর ভাবছিলাম আজকের দিনটি তো আমাকে নিয়ে অন্য রকম সংবাদও হতে পারতো। হয়তো আল্লাহর রহমত, মা বাবা ভাই বোনদের দোআ আর আপনাদের ভালোবাসায় এ যাত্রায় ভালো আছি।’

বুবলি জানান, ‘চোখ’ ছবির শুটিং থেকে ফেরার পথে কোন প্রকার সিগন্যাল বা হর্ণ না বিপরীত দিক থেকে একটি গাড়ি প্রচন্ড বেগে তার গাড়ির দিকে দেয়ে আসছিল। গাড়িটির গ্লাস ছিল কালো পেপারে মোড়ানো। তিনি বলেন, ‘আমার ড্রাইভার হার্ড ব্রেক না করলে হয়তো অন্য কিছু হতে পারতো। আর আমি নিজেও ড্রাইভিং জানি তাই কোনটি দুর্ঘটনা আর কোনটি ইচ্ছাকৃত তা বোঝার ক্ষমতা নিশ্চই একজন সুস্থ স্বাভাবিক মানুষের মত আমারও আছে।’

তবে ঘটনা এখানেই থেমে থাকে নি। পরদিনও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ‘প্রথম দিন সব বুঝতে পেরেও মনকে স্বান্তনা দিয়েছিলাম হয়তো বিপরীত দিক থেকে আসা গাড়ি এতো জোরে আসার কারনে কন্ট্রোল রাখতে পারেনি কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হলে তো সেটি আর বুঝতে বাকি থাকে না যে এটি উদ্দেশ্যমূলক ভাবেই করানো হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘অনেক দিন ধরেই আমি নানান ভাবে নানান কিছু বুঝতে পারছি, শুনতে পারছি। কিন্তু যারাই এসব ন্যাক্কারজনক অপরাধের সাথে জড়িত থাকবেন তারাও নিশ্চয় বার বার সুযোগের অপেক্ষায় থাকবেন। কিন্তু মনে রাখবেন কেউই আইনের উর্ধ্বে নন, আর আল্লাহ তো একজন আছেন যিনি সবই দেখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট টাইম : ০৮:৪৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১

জনপ্রিয় নায়িকা বুবলি তাকে দুইবার গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ করেছেন। ‘চোখ’ ছবির শুটিং সেট থেকে রাতে ফেরার পথে বুধ ও বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন।

বুবলি বলেন, ‘ঘটনা দুটি বুধবার ও বৃহস্পতিবার রাতের। আমি চোখ ছবির শুটিং করে বাসায় ফিরছিলাম। প্রথমদিন ঘটার পর ভেবেছিলাম হয়ত দুর্ঘটনা। কিন্তু পরদিন একইভাবে একই স্থানে ঘটনা ঘটায় বুঝতে বাকি রইলো না এটি পরিকল্পিত।’জানা গেছে, ঘটনাস্থল হচ্ছে উত্তরা থেকে এয়ারফোর্ট এলাকার মাঝামাঝি। বুবলি এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

এদিকে বুবলি বিষয়টি নিয়ে তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লেখেন, ‘সব সড়ক দুর্ঘটনাই দুর্ঘটনা নয়, অনেক সময় পরিকল্পিতও হয় তা গত দুদিন টের পেয়েছি। উপলব্ধি করেছি আমরা যা দেখি বা যা শুনি তার পেছনেও অন্য এক অজানা সত্য থাকে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম আর ভাবছিলাম আজকের দিনটি তো আমাকে নিয়ে অন্য রকম সংবাদও হতে পারতো। হয়তো আল্লাহর রহমত, মা বাবা ভাই বোনদের দোআ আর আপনাদের ভালোবাসায় এ যাত্রায় ভালো আছি।’

বুবলি জানান, ‘চোখ’ ছবির শুটিং থেকে ফেরার পথে কোন প্রকার সিগন্যাল বা হর্ণ না বিপরীত দিক থেকে একটি গাড়ি প্রচন্ড বেগে তার গাড়ির দিকে দেয়ে আসছিল। গাড়িটির গ্লাস ছিল কালো পেপারে মোড়ানো। তিনি বলেন, ‘আমার ড্রাইভার হার্ড ব্রেক না করলে হয়তো অন্য কিছু হতে পারতো। আর আমি নিজেও ড্রাইভিং জানি তাই কোনটি দুর্ঘটনা আর কোনটি ইচ্ছাকৃত তা বোঝার ক্ষমতা নিশ্চই একজন সুস্থ স্বাভাবিক মানুষের মত আমারও আছে।’

তবে ঘটনা এখানেই থেমে থাকে নি। পরদিনও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ‘প্রথম দিন সব বুঝতে পেরেও মনকে স্বান্তনা দিয়েছিলাম হয়তো বিপরীত দিক থেকে আসা গাড়ি এতো জোরে আসার কারনে কন্ট্রোল রাখতে পারেনি কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হলে তো সেটি আর বুঝতে বাকি থাকে না যে এটি উদ্দেশ্যমূলক ভাবেই করানো হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘অনেক দিন ধরেই আমি নানান ভাবে নানান কিছু বুঝতে পারছি, শুনতে পারছি। কিন্তু যারাই এসব ন্যাক্কারজনক অপরাধের সাথে জড়িত থাকবেন তারাও নিশ্চয় বার বার সুযোগের অপেক্ষায় থাকবেন। কিন্তু মনে রাখবেন কেউই আইনের উর্ধ্বে নন, আর আল্লাহ তো একজন আছেন যিনি সবই দেখেন।