আলোর জগত ডেস্ক : ঢাকার গাবতলী বাস টার্মিনাল এলাকায় রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপায় বিল্লাল (৩৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত বিল্লাল বসুমতি পরিবহনে লাইনম্যানের কাজ করতেন। রাস্তা পার হয়ে কর্মস্থলে যাওয়ার পথে গুরুতর আহত হন বিল্লাল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। বিল্লালের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।