১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

প্রতিশ্রুতি রক্ষা করলেন ইমরান, পাইলটকে হস্তান্তর

  • Reporter Name
  • Update Time : ০৫:১৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০১৯
  • ২২০ Time View

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক :  পাকিস্তানে আটক হওয়া ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে ভারতের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান। এর মধ্যে দিয়ে পাইলটকে ফেরত দেওয়ার যে ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, সে প্রতিশ্রুতিই রক্ষা করলেন ইমরান। গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে পাকিস্তানের ওয়াগাহ সীমান্ত দিয়ে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তাদের কাছে পাইলটকে হস্তান্তর করা হয়।

দেশের মাটিতে পা দিয়ে তিনি বলেন, দেশে ফিরে এসে ভালো লাগছে। জাতীয় বীরে পরিণত হওয়া অভিনন্দন বর্তমানকে অভ্যর্থনা জানাতে সীমান্তে ছিল মানুষের উপচেপড়া ভিড়। শুধু সীমান্ত নয়, ভারতজুড়েই ছিল আনন্দ ও উচ্ছ্বাস। ভারতের পক্ষ থেকে উইং কমান্ডার অভিনন্দনের হস্তান্তরকে কূটনৈতিক বিজয় বলা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তির বার্তা দিতেই পাইলটকে ভারতে ফিরিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিশ্ব পাকিস্তানের এ পদক্ষেপের প্রশংসা করেছে। জানা গেছে, ইসলামাবাদ থেকে লাহোরে সড়ক পথে নিয়ে আসা হয় অভিনন্দনকে।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় আধা-সামরিক বাহিনীর গাড়ি বহরে জঙ্গি হামলায় ৪০ জওয়ানের প্রাণহানির পর পাক-অধিকৃত কাশ্মীরে যুদ্ধবিমান থেকে অভিযান চালায় ভারতীয় বিমানবাহিনী। এই অভিযানের একদিন পর বুধবার দুই দেশের আকাশসীমায় পাল্টাপাল্টি অনুপ্রবেশের ঘটনা ঘটে।

পাকিস্তান বলছে, তারা ভারতীয় বিমানবাহিনীর দুটি বিমান ভূপাতিত এবং একজন পাইলটকে আটক করেছে। ভারতের দাবি, তারাও পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে অস্বীকার করলেও পরে জানায়, পাকিস্তানি অনুপ্রবেশ ঠেকানোর সময় ভারতীয় একটি মিগ-২১ যুদ্ধবিমান ও পাইলট নিখোঁজ রয়েছে। পাইলট অভিনন্দন জানতেন না বিমানটি কোন দেশের ভূখণ্ডে ভূপাতিত হচ্ছে। তবে সেই সময় উত্তেজিত জনতা দেখে তিনি আতঙ্ক তৈরির জন্য পিস্তল থেকে গুলিবর্ষণ করেন।

অভিনন্দনকে আটকের খবর প্রকাশের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে আলোচনায় বসার আহ্বান জানান। পরে দেশটির পার্লামেন্টে যৌথ এক অধিবেশনে শান্তিপূর্ণ আবহ তৈরির লক্ষ্যে আটক পাইলটকে ভারতে ফেরত পাঠানোর ঘোষণা দেন ইমরান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

প্রতিশ্রুতি রক্ষা করলেন ইমরান, পাইলটকে হস্তান্তর

Update Time : ০৫:১৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক :  পাকিস্তানে আটক হওয়া ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে ভারতের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান। এর মধ্যে দিয়ে পাইলটকে ফেরত দেওয়ার যে ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, সে প্রতিশ্রুতিই রক্ষা করলেন ইমরান। গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে পাকিস্তানের ওয়াগাহ সীমান্ত দিয়ে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তাদের কাছে পাইলটকে হস্তান্তর করা হয়।

দেশের মাটিতে পা দিয়ে তিনি বলেন, দেশে ফিরে এসে ভালো লাগছে। জাতীয় বীরে পরিণত হওয়া অভিনন্দন বর্তমানকে অভ্যর্থনা জানাতে সীমান্তে ছিল মানুষের উপচেপড়া ভিড়। শুধু সীমান্ত নয়, ভারতজুড়েই ছিল আনন্দ ও উচ্ছ্বাস। ভারতের পক্ষ থেকে উইং কমান্ডার অভিনন্দনের হস্তান্তরকে কূটনৈতিক বিজয় বলা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তির বার্তা দিতেই পাইলটকে ভারতে ফিরিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিশ্ব পাকিস্তানের এ পদক্ষেপের প্রশংসা করেছে। জানা গেছে, ইসলামাবাদ থেকে লাহোরে সড়ক পথে নিয়ে আসা হয় অভিনন্দনকে।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় আধা-সামরিক বাহিনীর গাড়ি বহরে জঙ্গি হামলায় ৪০ জওয়ানের প্রাণহানির পর পাক-অধিকৃত কাশ্মীরে যুদ্ধবিমান থেকে অভিযান চালায় ভারতীয় বিমানবাহিনী। এই অভিযানের একদিন পর বুধবার দুই দেশের আকাশসীমায় পাল্টাপাল্টি অনুপ্রবেশের ঘটনা ঘটে।

পাকিস্তান বলছে, তারা ভারতীয় বিমানবাহিনীর দুটি বিমান ভূপাতিত এবং একজন পাইলটকে আটক করেছে। ভারতের দাবি, তারাও পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে অস্বীকার করলেও পরে জানায়, পাকিস্তানি অনুপ্রবেশ ঠেকানোর সময় ভারতীয় একটি মিগ-২১ যুদ্ধবিমান ও পাইলট নিখোঁজ রয়েছে। পাইলট অভিনন্দন জানতেন না বিমানটি কোন দেশের ভূখণ্ডে ভূপাতিত হচ্ছে। তবে সেই সময় উত্তেজিত জনতা দেখে তিনি আতঙ্ক তৈরির জন্য পিস্তল থেকে গুলিবর্ষণ করেন।

অভিনন্দনকে আটকের খবর প্রকাশের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে আলোচনায় বসার আহ্বান জানান। পরে দেশটির পার্লামেন্টে যৌথ এক অধিবেশনে শান্তিপূর্ণ আবহ তৈরির লক্ষ্যে আটক পাইলটকে ভারতে ফেরত পাঠানোর ঘোষণা দেন ইমরান।