আলোর জগত ডেস্ক : রাজধানীর উত্তরায় মাইক্রোবাসের ধাক্কায় ফাইজা তাহসিনা সূচি (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উত্তরা দিয়াবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সকালে স্কুলে যাওয়ার পথে তাকে একটি মাইক্রোবাস চাপা দেয়। তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফাইজা তাহসিনা সূচি উত্তরার মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা দৈনিক ইত্তেফাক পত্রিকার সাব-এডিটর ও সিনিয়র সাংবাদিক ফাইজুল ইসলাম।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের তুরাগ থানার এসআই বুরজাহান জানান, রাজউক অ্যাপার্টমেন্ট প্রজেক্টের ১০ নম্বর ব্রিজের সামনে ঘটে যাওয়া দুর্ঘটনার গাড়িটি ছিল শ্যুটিংয়ের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-৪১৫৭)। ঘাতক মাইক্রোবাসটি জনতার সাহায্যে আটক করা হয়েছে। মাইক্রোবাসে মোবাইলফোন ও কাগজপত্র রেখেই পালিয়ে গেছে মাইক্রোবাসের যাত্রীরা। তাদের আটকের চেষ্টা চলছে।