আলোর জগত ডেস্ক : গুগল প্লাস আগামী ২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে বলে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ব্যবহারকারীরা ৪ ফেব্রুয়ারি থেকে গুগল প্লাসে আর নতুন কোনো প্রোফাইল, পেজ, কমিউনিটি ও ইভেন্ট তৈরি করতে পারবেন না।
বিশেষ করে যেসব ব্যবহারকারী গুগল প্লাসে ছবি বা ভিডিও ইত্যাদি শেয়ার করেছেন তাদের ৪ ফেব্রুয়ারির মধ্যে এসব ছবি বা ভিডিও ডাউনলোড করে রাখার অনুরোধ করা হয়েছে গুগলের পক্ষ থেকে। এছাড়া এ বিষয়ে মেইলে বিস্তারিত তুলেও ধরা হয়েছে গুগলের পক্ষ থেকে।
দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ‘গুগল প্লাস’ জনপ্রিয় করার চেষ্টা করেছিল প্রতিষ্ঠানটি। তবে তাতে সফল না হয়ে শেষ পর্যন্ত তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল।
২০১১ সালে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিপক্ষ হিসেবে গুগল প্লাসের যাত্রা শুরু হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে মাধ্যমটি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়। নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির কারণে গত বছর ৫ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেলে গুগল প্লাস বন্ধ করে দেয়ার কার্যক্রম আরো জোরদার হয়।