স্পোর্টস ডেস্ক : কক্সবাজারে তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৬৩ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। এর মধ্য দিয়ে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশের যুবারা। টস জিতে ব্যাট করতে নেমে, ৬৯ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে ৮৮ রানের জুটি গড়েন মাহমুদুল হাসান জয় ও শামীম হোসেন।জয় ৫৭ ও শামীম করেন ৭২ রান। এরপর শাহাদাত হোসেনের ৩৫ বলে অপরাজিত ৫১ এবং রিশাদ হোসেনের ২২ রানে ভর করে ৯ উইকেটে ২৬৬ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
জবাব দিতে নেমে, নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। একপ্রান্ত আগলে ১১৫ রান করেন ওপেনার চেরিশওর্থ। ৪৬ ওভার ৩ বলে ২০৩ রান তুলতেই অলআউট হয় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের আসাদুল্লাহ গালিব নেন ৪টি উইকেট।