আলোর জগত ডেস্ক : একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বুধবার শুরু হচ্ছে। বিকাল ৩টার দিকে অধিবেশন বসার কথা। এর আগে দুপুর ২টায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের শপথ কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। সভায় স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ- ১ থেকে নির্বাচিত সৈয়দ আশরাফুল ইসলাম গত ৩ জানুয়ারি ইন্তেকাল করেন। ফলে রেওয়াজ অনুযায়ী শুরুর পর শোক প্রস্তাব গ্রহণ করে অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতবির পর অধিবেশন পুনরায় শুরু করা হবে। আর সে সময় রাষ্ট্রপতি ভাষণ দেবেন।
এর আগে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ওই দিন অনুষ্ঠিত ভোটে ২৯৯ আসনের মধ্যে দলটি এককভাবে ২৫৭টিতে জয় পেয়েছে। আর জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮টি আসন। অন্যদিকে, তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের মিত্ররা পেয়েছে আটটি আসন। ১ জানুয়ারি নির্বাচনি ফলের গেজেট প্রকাশের পর আওয়ামী লীগসহ তাদের জোটভুক্ত দলের সদস্যরা ৩ জানুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এরপর ক্ষমতাসীন দলের সংসদ নেতা শেখ হাসিনার নেতৃত্বে ৭ জানুয়ারি শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা।