স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি সব সময় নাশকতা করে আসছে। নাশকতা দিয়েই তাদের জন্ম, কাজেই তারা এগুলো করবেই। আমাদের নিরাপত্তা বাহিনী সে বিষয়ে সজাগ রয়েছে। আমাদের গোয়েন্দা বাহিনীও কাজ করছে।
রোববার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ভোটের দিন কোনো ধরনের নাশকতার আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থাগুলো যথাযথভাবে কাজ করছে বলেই তারা (বিএনপি) তেমন প্রভাব ফেলতে পারেনি এ সমস্ত কর্মকাণ্ডে। আমি মনে করি তারা যাই করুক… এ দেশের জনগণ তাদের প্রতিহত করবে এবং জনগণ তাদের কোনোরকম আশ্রয়-প্রশ্রয় দেবে না। জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চায় না।’
তিনি বলেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য আসেনি। আমাদের গোয়েন্দা বাহিনী যে সমস্ত তথ্য দিচ্ছে, সেগুলো নিয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এখন পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো খবর আসেনি।’
নির্বাচন কমিশন (ইসি) আচরণবিধি ভঙ্গ করে প্রচার-প্রচারণা নিষিদ্ধ করলেও তা বাস্তবায়ন হচ্ছে না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘নির্বাচন যাতে না হয়, নির্বাচনে যেতে কেউ অংশগ্রহণ না করে… সে ধরনের প্রচারণা শুরু করেছে আমাদের বিএনপি নামক একটি রাজনৈতিক দল।’
‘তারা ভাঙচুর করছে, মানুষ হত্যা করছে, সম্পত্তি বিনষ্ট করছে, হরতাল-অবরোধ কত কিছুই করে যাচ্ছে, কিন্তু মানুষ কোনো কিছুতেই অ্যাটেনশন দিচ্ছে না। মানুষ মনে করছে এগুলো অযৌক্তিক, সেজন্যই মানুষ এগুলোতে কর্ণপাত করছে না। তাদের সঙ্গে নাম না জানা আরও দুয়েকটি দল এ ধরনের লিফলেট ছড়াচ্ছে। সেগুলো খুবই সামান্য পরিসরে। মাঝে মাঝে দুয়েক জায়গায় আমরা এমন খবর পাচ্ছি। আমাদের পুলিশ, বিজিবি ও গোয়েন্দা বাহিনী এগুলো ধৈর্য সহকারে দেখছে।’
‘এগুলো নিশ্চয়ই আমাদের ইসিও দেখছে। এগুলো যদি মাত্রা ছাড়িয়ে যায়, তবে নিশ্চয়ই ইসি থেকে একটা নির্দেশনা আসবে, তখনই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
আসাদুজ্জামান খান বলেন, ‘এখন আমরা যা দেখছি দুয়েকজন করছে কিংবা ঘোষণা দিচ্ছে। এগুলো অবশ্যই রাষ্ট্রদ্রোহিতার শামিল, ইসি যে ঘোষণা দিয়েছে, সেটার বিপরীতমুখী কর্মকাণ্ড…। এগুলো নির্বাচন বানচালের কর্মকাণ্ড, এগুলো অবশ্যই গর্হিত অপরাধ।’
‘আমি মনে করি, এগুলো যদি সীমা অতিরিক্ত করে… নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে। এখন পর্যন্ত তারা (বিএনপি) ব্যাপক হারে এটি করছে না। আমরা সজাগ আছি, যদি আরও বেশি করে করে, তবে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই ব্যবস্থা নেবে।