ঢাকা ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

ফের এবিবির চেয়ারম্যান হলেন সেলিম হোসেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:৫৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে

দেশের ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন।

সোমবার (২৫ ডি‌সেম্বর) এবিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া ২০২৪-২০২৫ মেয়াদের জন্য নতুন নির্বাচিত বোর্ড অব গভর্নরস ও বিভিন্ন পদে নির্বাচিত কর্মকর্তাদের নাম প্রকাশ করেছে সংগঠনটি। ১৬ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত বোর্ড অব গভর্নরস আগামী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে।

এর আগে, শনিবার (২৩ ডিসেম্বর) এবিবির ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান ছাড়াও নির্বাচিত তিনজন ভাইস চেয়ারম্যান হলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ মনিরুল মওলা, সিটি ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মাসরুর আরেফিন ও ডাচ-বাংলা ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও আবুল কাশেম মো. শিরিন।

এবিবির সদস্যরা আরও দুইজন কর্মকর্তাকে নির্বাচিত করেছেন। তারা হলেন, নতুন সেক্রেটারি জেনারেল প্রাইম ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও হাসান ও. রশীদ এবং ট্রেজারার মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের এমডি অ্যান্ড সিইও মো. আহসান-উজ জামান।

Tag :
আপলোডকারীর তথ্য

চরফ্যাশনের এমপি জ্যাকব ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আবিদের জামিন না মঞ্জুর

ফের এবিবির চেয়ারম্যান হলেন সেলিম হোসেন

আপডেট টাইম : ০৪:৫৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

দেশের ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন।

সোমবার (২৫ ডি‌সেম্বর) এবিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া ২০২৪-২০২৫ মেয়াদের জন্য নতুন নির্বাচিত বোর্ড অব গভর্নরস ও বিভিন্ন পদে নির্বাচিত কর্মকর্তাদের নাম প্রকাশ করেছে সংগঠনটি। ১৬ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত বোর্ড অব গভর্নরস আগামী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে।

এর আগে, শনিবার (২৩ ডিসেম্বর) এবিবির ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান ছাড়াও নির্বাচিত তিনজন ভাইস চেয়ারম্যান হলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ মনিরুল মওলা, সিটি ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মাসরুর আরেফিন ও ডাচ-বাংলা ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও আবুল কাশেম মো. শিরিন।

এবিবির সদস্যরা আরও দুইজন কর্মকর্তাকে নির্বাচিত করেছেন। তারা হলেন, নতুন সেক্রেটারি জেনারেল প্রাইম ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও হাসান ও. রশীদ এবং ট্রেজারার মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের এমডি অ্যান্ড সিইও মো. আহসান-উজ জামান।