আলোর জগত ডেস্ক : প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আজ সকাল সাড়ে ৯টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা কোকোর কবর জিয়ারত করবেন। এরপর সকাল ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলে অংশ নেবেন তাঁরা।
এ ছাড়া চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে মিলাদ মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে।
২০১৫ সালের এই দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মালয়েশিয়ায় মৃত্যু হয় কোকোর। ২৮ জানুয়ারি তার মরদেহ দেশে এনে বনানী কবরস্থানে দাফন করা হয়।