আলোর জগত ডেস্ক : বিএনপির মনোনয়নে ধানের শীষের প্রার্থী হওয়া জামায়াতে ইসলামীর নেতাদের প্রার্থিতা বাতিলের আবেদন নাকচ করেছে নির্বাচন কমিশন (ইসি)।গতকাল রোববার বিকেল থেকে অনুষ্ঠিত ইসি’র কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে এক ব্রিফিংয়ে ইসি সচিব এ তথ্য জানিয়েছেন।
ইসি সচিব বলেন, জামায়াতের নয়, কমিশন পর্যালোচনা করে দেখেছে যে, তারা ধানের শীষ প্রতীকের প্রার্থী। তাই কমিশন তাদের মনোনয়নপত্র বৈধ বলে সিদ্ধান্ত দিয়েছেন। জামায়াতের ২৫ নেতার প্রার্থিতা বাতিলের আইনগত কোনো সুযোগ নেই। আদালতের রায়ে যেসব আসনে বিএনপির প্রার্থীদের প্রার্থিতা বাতিল হয়েছে, সেগুলোতে নির্বাচন স্থগিত বা বিকল্প প্রার্থী মনোনয়নের সুযোগ নেই।
তিনি বলেন, ধানের শীষের প্রার্থী জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা ফজলে রাব্বীর মৃত্যুতে গাইবান্ধা-৩ আসনে পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ আসনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২ জানুয়ারি। আর ভোটগ্রহণ হবে ২৭ জানুয়ারি।
২৭ ডিসেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনি জনসভা বিষয়ে ইসি সচিব জানান, এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়। এ বিষয়ে ইসির কিছু করার নেই।