আলোর জগত ডেস্ক : বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু দণ্ডিত হওয়ায় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না। তাদের প্রার্থিতা গ্রহণে হাইকোর্টের রায় স্থগিতে নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানি শেষে আজ বুধবার দুপুরে এ আদেশ দেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।
রাষ্ট্রপক্ষ বলছে, আপিল বিভাগের এই আদেশের ফলে নির্বাচন করতে পারছেন না বিএনপির এ দুই নেতা।
গতকাল তাদের প্রার্থিতা স্থগিত চেয়ে আপিল করে নির্বাচন কমিশন। এর আগে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের প্রার্থিতা বৈধ বলে আদেশ দেয়।
ওইদিন আদালতে রিটকারীদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল প্রমুখ।
প্রার্থিতা ফিরে পাওয়ায় পর বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ ২ আসনে নির্বাচন করতে আর কোনো বাধা থাকল না বলে জানান তার আইনজীবীরা।
এদিকে, বিএনপির এ নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর-২ আসনের জন্য মনোনয়নপত্র ফিরে পান।
গত রোববার প্রার্থিতা ফিরে পেতে তারা হাইকোর্টে রিট করেন।
গত ২ ডিসেম্বর প্রথমে যাচাই বাছাইয়ে রির্টানিং কর্মকর্তা তাদের প্রার্থিতা বাতিল করেন। পরে ইসিতে আপিল করলে সেখানেও তাদের প্রার্থিতা বাতিল করা হয়। পরে তারা আদালতের দারস্থ হন। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে তারা রিট দায়ের করেন।