>

রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০১:১৫ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে অনুমোদনহীন মশার কয়েল কারখানায় আগুন

সিদ্ধিরগঞ্জে অনুমোদনহীন মশার কয়েল কারখানায় আগুন

নূর নবী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা মশার কয়েল তৈরির একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ জুন) ভোর ৫টা ১৫ মিনিটে কয়েল গুকানোর চ্যাম্বার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রন আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ যানাযায়নি ।
স্থানয়ী সূত্রে জানা গেছে, প্রায় দের বছর আগে সানারপাড় এলাকায় মোঃ জাকির হোসেনের মালিকানাধী এ মশাল কয়েল তৈরির কারখানা টি অবৈধ ভাবে গড়ে তুলা হয়। ঘনবসতি পূর্ণ এলাকায় এ কারখানাটি অপরিকল্পিত ভাবে অবৈধ চোরাই গ্যাস সংযোগ দিয়ে চালানো হচ্ছিলো।
সরকারি অনুমোদনহীন জনস্বাস্থ্যের ক্ষতিকারক কয়েল কারখানার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যাবস্থা গ্রহন না করায় কারাখানা মালিকরা বেপরোয়া হয়ে উঠেছে। সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এমন অসংখ্য অবৈধ কয়েল কারখানা রয়েছে। এসব কারখানায় প্রতিনিয়তই ঘটছে অগ্নিকান্ডের ঘটনা ।
এ বিষয়ে, ইপিজেড ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা মুঠোফোনে জানান, ভোর ৫টা ৪৫ মিনিটে খবর পেয়ে আমাদের ২টি ইউনিট ওই কারখানায় গিয়ে দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গ্যাসের আগুনে কয়েল গুকানোর চ্যাম্বার থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2018 Dainikalorjagat.Com
Design & Developed BY ThemesBazar.Com