ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

দাবি মানা সম্ভব নয়, ধর্মঘট প্রত্যাহার করুন : ওবায়দুল কা‌দের

আলোর জগত ডেস্ক :   এই মুহূ‌র্তে শ্রমিক আইন প‌রিবর্তন ক‌রে দা‌বি মে‌নে নেয়া সম্ভব নয় ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।

আজ র‌বিবার দুপু‌রে রাজধানীর সেতু ভব‌নে বাংলা‌দে‌শে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূ‌তের সা‌থে সাক্ষাৎ শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্র‌শ্নের জবা‌বে এমন‌টি জানান তিনি।

ওবায়দুল কা‌দের ব‌লেন, এই মুহূ‌র্তে আইন প‌রিবর্তন করার কোন সু‌যোগ নেই। প‌রিবর্তন কর‌তেও পার‌বো না। পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত তা‌দের অপেক্ষা কর‌তে হ‌বে। একটু ধৈর্য্য ধরতে হবে পরবর্তী‌তে আলোচনার মাধ্য‌মে বি‌বেচনা করা হ‌বে। এই মুহূ‌র্তে আমি বল‌তে চাই ধর্মঘট প্রত্যাহার করুন, মানুষ‌কে কষ্ট দি‌য়ে কোন লাভ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

বরগুনার বেতাগীতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

দাবি মানা সম্ভব নয়, ধর্মঘট প্রত্যাহার করুন : ওবায়দুল কা‌দের

আপডেট টাইম : ০৮:৩৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮

আলোর জগত ডেস্ক :   এই মুহূ‌র্তে শ্রমিক আইন প‌রিবর্তন ক‌রে দা‌বি মে‌নে নেয়া সম্ভব নয় ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।

আজ র‌বিবার দুপু‌রে রাজধানীর সেতু ভব‌নে বাংলা‌দে‌শে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূ‌তের সা‌থে সাক্ষাৎ শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্র‌শ্নের জবা‌বে এমন‌টি জানান তিনি।

ওবায়দুল কা‌দের ব‌লেন, এই মুহূ‌র্তে আইন প‌রিবর্তন করার কোন সু‌যোগ নেই। প‌রিবর্তন কর‌তেও পার‌বো না। পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত তা‌দের অপেক্ষা কর‌তে হ‌বে। একটু ধৈর্য্য ধরতে হবে পরবর্তী‌তে আলোচনার মাধ্য‌মে বি‌বেচনা করা হ‌বে। এই মুহূ‌র্তে আমি বল‌তে চাই ধর্মঘট প্রত্যাহার করুন, মানুষ‌কে কষ্ট দি‌য়ে কোন লাভ নেই।