মিলি সিকদার, ভোলা প্রতিনিধি
হাজারো নেতাকর্মীর ভোলোবাসায় সিক্ত হলেন ভোলা -১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ভোলা পৌরসভার তিনবারের নির্বাচিত সাবেক মেয়র ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
গত ৩ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের দলীয় কার্যালয় থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন ঘোষনায় ভোলা -১ (ভোলা সদর) আসনে আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়।
মনোনয়ন নিয়ে তিনি বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা থেকে সড়ক পথে লক্ষ্মীপুর এসে বেলা সাড়ে ১২টায় স্প্রীট বোট যোগে তার নিজ এলাকা ভোলার ইলিশা লঞ্চ ঘাটে এসে পৌঁছায়। এ সময় তাকে রিসিভ করতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মাইক্রোবাস ও সহস্রাধিক হোন্ডার বহর নিয়ে লঞ্চঘাটে উপস্থিত হয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে।
পরে তিনি নেতা কর্মীদের নিয়ে প্রায় ২২ কিলোমিটার পথ অতিক্রম করে ভোলা শহর প্রদক্ষিণ করে কালীনাথ রায়ের বাজার জেলা বিএনপি কার্যালয়ে আসেন। এ সময় শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শত শত বিএনপি ও সত্য ন্যায়ের মহানবীর আলহাজ্ব গোলাম নবী আলমগীর ভক্ত সাধারন মানুষ তাকে হাত নেড়ে ফুল ছিটিয়ে অভিনন্দন জানান। তাদের চিরচেনা শ্লোগান “সত্য ন্যায়ের মহান বীর, গোলাম নবী আলমগীর” বলে শ্লোগান দিতে থাকেন।
সবাইকে উপস্থিত থাকা ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, ভোলা -১ আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়ায় প্রথমে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদ জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় গোলাম নবী আলমগীর আবেগ আপ্লুত হয়ে সকল নেতা, কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের পর দেশে গনতন্ত্রের উত্তোরন ঘটেছে। আজ আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দিয়ে সেই অধিকারকে সমূন্নত রাখতে হবে। সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন উর রশিদ ট্রুম্যান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, বশির আহাম্মেদ হাওলাদার এবং সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাজাহানের পুত্র গোলাম নবী আলমগীরের ভাতিজা, ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, ভোলা আইজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাড.আমিরুল ইসলাম বাছেত সহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দৈনিক আলোর জগত ডেস্ক : 








