ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম :
Logo অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo ফরিদপুর জেলার মধুখালিতে “শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে হত্যা” শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি শরিফুল শেখ ও তথি বেগম’কে ফরিদপুরের কোতোয়ালি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী এলাকা হতে ২৩.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ Logo গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও সহযোগীর বিরুদ্ধে মামলা Logo আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরামের শ্রদ্ধা

২ বছর পর জাতীয় দলে গেইল

বছরের শুরুতে নিয়মিত ও পরীক্ষিত তারকাদের বড় অংশকে বাংলাদেশ সফরে পাঠাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তুলনামূলক অনভিজ্ঞ ও আনকোরা দল নিয়ে বাংলাদেশ থেকে টেস্ট সিরিজ জিতে ফিরলেও, ওয়ানডেতে ধবলধোলাই-ই হয়েছিল ক্যারিবীয়রা।

তাই এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের দুই সিরিজে আবারও পরিচিত মুখদের দলে ফিরিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। এর মধ্যেই রয়েছে চমক। প্রায় ২ বছর পর জাতীয় দলে ফিরেছেন ক্রিস গেইল। আর ৯ বছরের অপেক্ষা ফুরিয়েছে ডানহাতি পেসার ফিদেল এডওয়ার্ডসের।

সবশেষ ২০১২ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন ৩৯ বছর বয়সী এডওয়ার্ডস। আর শেষ টি-টুয়েন্টি খেলেছেন একই বছরের সেপ্টেম্বরে। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে উদ্ভাসিত পারফরম্যান্সের সুবাদে স্কোয়াডের গভীরতা বাড়াতেই নেওয়া হয়েছে এডওয়ার্ডসকে।

অন্যদিকে গেইল জাতীয় দলে ফিরলেন প্রায় ২ বছর পর। সবশেষ ২০১৯ সালের আগস্টে ভারতের বিপক্ষে ওয়ানদে সিরিজই ছিল তার শেষ মাঠে নামা। আর টি-টুয়েন্টি শেষ খেলেছেন ঐ একই বছরের মার্চে। এবার জাতীয় দলে সুযোগের আভাস পেয়ে পিএসএল ছেড়ে চলে গেছেন গেইল।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৪ জনের দলে রাখা হয়েছে গেইল-এডওয়ার্ডস দুজনকেই। এছাড়া প্রথমবারের মতো টি-টুয়েন্টি দলে সুযোগ পেয়েছেন আকিল হোসেন ও কেভিন সিনক্লেয়ার। করোনা ভাইরাসের কারণে বিবেচনায় রাখা হয়নি আন্দ্রে রাসেলকে।

এদিকে কুড়ি ওভারের সিরিজের পরেই আছে ওয়ানডে ক্রিকেটের খেলা। তিন ম্যাচের সেই সিরিজের জন্য ঘোষিত ১৩ সদস্যের স্কোয়াডে ফেরানো হয়েছে জেসন হোল্ডারকে। এছাড়া ওয়ানডে দলে রাখা হয়েছে কাইল মায়ারস, রোমারিও শেফার্ড এবং জেসন মোহাম্মদকেও।

আগামী ৩ মার্চ থেকে শুরু হবে টি-টুয়েন্টি সিরিজের খেলা। বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মার্চ। এরপর ১০ তারিখ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। লঙ্কানদের ক্যারিবীয় সফরটি শেষ হবে ২১ মার্চ থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের মধ্য দিয়ে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি স্কোয়াড

কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, ফিদেল এডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, আকিল হোসেন, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, রভম্যান পাওয়েল, লেন্ডল সিমন্স এবং কেভিন সিনক্লেয়ার।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড

কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ, ফাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, কাইল মায়ারস, জেসন মোহাম্মদ, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও কেভিন সিনক্লেয়ার।

Tag :
আপলোডকারীর তথ্য

অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

২ বছর পর জাতীয় দলে গেইল

আপডেট টাইম : ১০:৪৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১

বছরের শুরুতে নিয়মিত ও পরীক্ষিত তারকাদের বড় অংশকে বাংলাদেশ সফরে পাঠাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তুলনামূলক অনভিজ্ঞ ও আনকোরা দল নিয়ে বাংলাদেশ থেকে টেস্ট সিরিজ জিতে ফিরলেও, ওয়ানডেতে ধবলধোলাই-ই হয়েছিল ক্যারিবীয়রা।

তাই এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের দুই সিরিজে আবারও পরিচিত মুখদের দলে ফিরিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। এর মধ্যেই রয়েছে চমক। প্রায় ২ বছর পর জাতীয় দলে ফিরেছেন ক্রিস গেইল। আর ৯ বছরের অপেক্ষা ফুরিয়েছে ডানহাতি পেসার ফিদেল এডওয়ার্ডসের।

সবশেষ ২০১২ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন ৩৯ বছর বয়সী এডওয়ার্ডস। আর শেষ টি-টুয়েন্টি খেলেছেন একই বছরের সেপ্টেম্বরে। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে উদ্ভাসিত পারফরম্যান্সের সুবাদে স্কোয়াডের গভীরতা বাড়াতেই নেওয়া হয়েছে এডওয়ার্ডসকে।

অন্যদিকে গেইল জাতীয় দলে ফিরলেন প্রায় ২ বছর পর। সবশেষ ২০১৯ সালের আগস্টে ভারতের বিপক্ষে ওয়ানদে সিরিজই ছিল তার শেষ মাঠে নামা। আর টি-টুয়েন্টি শেষ খেলেছেন ঐ একই বছরের মার্চে। এবার জাতীয় দলে সুযোগের আভাস পেয়ে পিএসএল ছেড়ে চলে গেছেন গেইল।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৪ জনের দলে রাখা হয়েছে গেইল-এডওয়ার্ডস দুজনকেই। এছাড়া প্রথমবারের মতো টি-টুয়েন্টি দলে সুযোগ পেয়েছেন আকিল হোসেন ও কেভিন সিনক্লেয়ার। করোনা ভাইরাসের কারণে বিবেচনায় রাখা হয়নি আন্দ্রে রাসেলকে।

এদিকে কুড়ি ওভারের সিরিজের পরেই আছে ওয়ানডে ক্রিকেটের খেলা। তিন ম্যাচের সেই সিরিজের জন্য ঘোষিত ১৩ সদস্যের স্কোয়াডে ফেরানো হয়েছে জেসন হোল্ডারকে। এছাড়া ওয়ানডে দলে রাখা হয়েছে কাইল মায়ারস, রোমারিও শেফার্ড এবং জেসন মোহাম্মদকেও।

আগামী ৩ মার্চ থেকে শুরু হবে টি-টুয়েন্টি সিরিজের খেলা। বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মার্চ। এরপর ১০ তারিখ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। লঙ্কানদের ক্যারিবীয় সফরটি শেষ হবে ২১ মার্চ থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের মধ্য দিয়ে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি স্কোয়াড

কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, ফিদেল এডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, আকিল হোসেন, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, রভম্যান পাওয়েল, লেন্ডল সিমন্স এবং কেভিন সিনক্লেয়ার।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড

কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ, ফাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, কাইল মায়ারস, জেসন মোহাম্মদ, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও কেভিন সিনক্লেয়ার।