ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

শেষের নাটকীয়তায় সেমিফাইনালে পিএসজি

স্পোর্টস ডেস্ক: শেষ মুহুর্তের নাটকীয়তায় আটালান্টাকে ২-১ গোলে হারিয়ে সেমিতে পিএসজি। পর্তুগালের লিসবনে উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম নকআউট কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় পিএসজি এবং আটালান্টা।

নাটকীয়তায় ভরা ম্যাচে ১-০ গোলের ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ মুহুর্তে ৯০ ও ৯৩ মিনিটে জোড়া গোল করে ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে প্যারিস সেইন্ট জার্মেই।

ইউরো ক্লাব ইন্ডেক্স বলছিল কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে জয়ের সম্ভবনা দুই দলেরই প্রবল। একছত্র আধিপত্য দেখাতে পারবেনা কোনো দলই। দুই দলের মধ্যে ৪৭ দশমিক ০৩ শতাংশ জয়ের সম্ভবনা আটালান্টার আর ৫২ দশমিক ৯৭ শতাংশ জয়ের সম্ভবনা পিএসজির।

লিসবনে দেখা মিললো সেটাই। কমেন্টেটরের ভাষায় ‘চ্যাম্পিয়নস লিগ এট ইটস বেস্ট।’ ইতালির ইতিহাস গড়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ খেলতে এসে কোয়ার্টার ফাইনালে আটালান্টা। আর পিএসজির সঙ্গে ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত লড়াই। শেষ মুহুর্তে মার্কুইনেসের গোলে সমতায় আর চুপো মোটিংয়ের গোলে জয় নিশ্চিত। খাতা কলমে পিএসজি এগিয়ে থাকলেও ছেড়ে কথা বলেনি আটালান্টাও। পৃথিবীর সবচেয়ে রক্ষণাত্মক লিগে খেলেও মুড়ি মুড়কির মতো গোল করা আটালান্টা রুপকতা গড়েই ফেলেছিল। তবে শেষ মুহুর্তের দুই গোলে হাতছাড়া সেমি। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকা এরপর তিন মিনিটের নাটকীয়তা! আর পিএসজির জয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও সহযোগীর বিরুদ্ধে মামলা

শেষের নাটকীয়তায় সেমিফাইনালে পিএসজি

আপডেট টাইম : ০৮:৪৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০

স্পোর্টস ডেস্ক: শেষ মুহুর্তের নাটকীয়তায় আটালান্টাকে ২-১ গোলে হারিয়ে সেমিতে পিএসজি। পর্তুগালের লিসবনে উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম নকআউট কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় পিএসজি এবং আটালান্টা।

নাটকীয়তায় ভরা ম্যাচে ১-০ গোলের ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ মুহুর্তে ৯০ ও ৯৩ মিনিটে জোড়া গোল করে ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে প্যারিস সেইন্ট জার্মেই।

ইউরো ক্লাব ইন্ডেক্স বলছিল কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে জয়ের সম্ভবনা দুই দলেরই প্রবল। একছত্র আধিপত্য দেখাতে পারবেনা কোনো দলই। দুই দলের মধ্যে ৪৭ দশমিক ০৩ শতাংশ জয়ের সম্ভবনা আটালান্টার আর ৫২ দশমিক ৯৭ শতাংশ জয়ের সম্ভবনা পিএসজির।

লিসবনে দেখা মিললো সেটাই। কমেন্টেটরের ভাষায় ‘চ্যাম্পিয়নস লিগ এট ইটস বেস্ট।’ ইতালির ইতিহাস গড়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ খেলতে এসে কোয়ার্টার ফাইনালে আটালান্টা। আর পিএসজির সঙ্গে ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত লড়াই। শেষ মুহুর্তে মার্কুইনেসের গোলে সমতায় আর চুপো মোটিংয়ের গোলে জয় নিশ্চিত। খাতা কলমে পিএসজি এগিয়ে থাকলেও ছেড়ে কথা বলেনি আটালান্টাও। পৃথিবীর সবচেয়ে রক্ষণাত্মক লিগে খেলেও মুড়ি মুড়কির মতো গোল করা আটালান্টা রুপকতা গড়েই ফেলেছিল। তবে শেষ মুহুর্তের দুই গোলে হাতছাড়া সেমি। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকা এরপর তিন মিনিটের নাটকীয়তা! আর পিএসজির জয়।