ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪

করোনাভাইরাস: টানা তৃতীয়দিন ১২০০’র বেশি মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর সংখ্যা আবার উঠতির দিকে। অতি ছোঁয়াচে এই ভাইরাসে সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছে তেরোশোর বেশি মানুষ।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬টা) যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৩৭৯ জনের মৃত্যু হয়েছে। টানা তিন দিন ১,২০০ বেশি প্রাণহানি দেখেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি। তাতে যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৮২৬ জন। বৈশ্বিক মৃত্যুর তালিকায় অনেক আগে থেকেই শীর্ষে ডোনাল্ড ট্রাম্পের দেশ।

চব্বিশ ঘণ্টায় নতুন করে করোনার সংক্রমণ পাওয়া গেছে ৭২ হাজার ২৩৮ জনের শরীরে। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৫ লাখ। মৃত্যুর মতো আক্রান্তের তালিকায়ও অনেক আগে থেকে শীর্ষে যুক্তরাষ্ট্র।

জুনের আগে যুক্তরাষ্ট্র সংক্রমণে কিছুটা কমতির দিকে থাকলেও গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে বাড়তির দিকে আছে। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলো থেকে রেকর্ড সংক্রমণের খবর আসছে।

সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত ফ্লোরিডার অবস্থা ভয়াবহ। সেখানে প্রতিদিনই মৃত্যুতে রেকর্ড হচ্ছে। সবশেষ চব্বিশ ঘণ্টায়ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যটিতে সর্বাধিক ২৫৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ওয়ার্ল্ডে মিটারের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে আক্রান্ত মৃত্যুর সংখ্যাটা আরও বেশি। তাদের হিসেব মতে, দেশটিতে আক্রান্ত ৪৬ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ২২ লাখ মানুষ; বর্তমানে অ্যাকটিভ করোনারোগী আছে ২১ লাখ ৯৪ হাজার।

আক্রান্ত-মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। আক্রান্ত ২৬ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৯১ হাজার ৩০০। ভারত আক্রান্তে আছে তৃতীয়স্থানে ১৬ লাখ ৩৯ হাজার। মৃত্যুর তালিকায় পঞ্চমস্থানে উঠে এসেছে দেশটি, ৩৫ হাজার ৭০০।

বিশ্বজুড়ে করোনায়ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৪ লাখ, মৃত্যু ৬ লাখ ৭৬ হাজার। সুস্থ হয়েছেন ১ কোটি ৯ লাখের বেশি মানুষ। বর্তমানে ‘অ্যাকটিভ’ করোনারোগী আছে ৫৮ লাখ ৬০ হাজার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও সহযোগীর বিরুদ্ধে মামলা

করোনাভাইরাস: টানা তৃতীয়দিন ১২০০’র বেশি মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০৭:২৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর সংখ্যা আবার উঠতির দিকে। অতি ছোঁয়াচে এই ভাইরাসে সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছে তেরোশোর বেশি মানুষ।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬টা) যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৩৭৯ জনের মৃত্যু হয়েছে। টানা তিন দিন ১,২০০ বেশি প্রাণহানি দেখেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি। তাতে যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৮২৬ জন। বৈশ্বিক মৃত্যুর তালিকায় অনেক আগে থেকেই শীর্ষে ডোনাল্ড ট্রাম্পের দেশ।

চব্বিশ ঘণ্টায় নতুন করে করোনার সংক্রমণ পাওয়া গেছে ৭২ হাজার ২৩৮ জনের শরীরে। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৫ লাখ। মৃত্যুর মতো আক্রান্তের তালিকায়ও অনেক আগে থেকে শীর্ষে যুক্তরাষ্ট্র।

জুনের আগে যুক্তরাষ্ট্র সংক্রমণে কিছুটা কমতির দিকে থাকলেও গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে বাড়তির দিকে আছে। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলো থেকে রেকর্ড সংক্রমণের খবর আসছে।

সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত ফ্লোরিডার অবস্থা ভয়াবহ। সেখানে প্রতিদিনই মৃত্যুতে রেকর্ড হচ্ছে। সবশেষ চব্বিশ ঘণ্টায়ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যটিতে সর্বাধিক ২৫৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ওয়ার্ল্ডে মিটারের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে আক্রান্ত মৃত্যুর সংখ্যাটা আরও বেশি। তাদের হিসেব মতে, দেশটিতে আক্রান্ত ৪৬ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ২২ লাখ মানুষ; বর্তমানে অ্যাকটিভ করোনারোগী আছে ২১ লাখ ৯৪ হাজার।

আক্রান্ত-মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। আক্রান্ত ২৬ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৯১ হাজার ৩০০। ভারত আক্রান্তে আছে তৃতীয়স্থানে ১৬ লাখ ৩৯ হাজার। মৃত্যুর তালিকায় পঞ্চমস্থানে উঠে এসেছে দেশটি, ৩৫ হাজার ৭০০।

বিশ্বজুড়ে করোনায়ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৪ লাখ, মৃত্যু ৬ লাখ ৭৬ হাজার। সুস্থ হয়েছেন ১ কোটি ৯ লাখের বেশি মানুষ। বর্তমানে ‘অ্যাকটিভ’ করোনারোগী আছে ৫৮ লাখ ৬০ হাজার।