ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম :
Logo অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo ফরিদপুর জেলার মধুখালিতে “শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে হত্যা” শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি শরিফুল শেখ ও তথি বেগম’কে ফরিদপুরের কোতোয়ালি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী এলাকা হতে ২৩.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ Logo গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও সহযোগীর বিরুদ্ধে মামলা Logo আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরামের শ্রদ্ধা

জাবিতে অনলাইন ক্লাস শুরু ১২ জুলাই

আলোর জগত ডেস্ক:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১২ জুলাই থেকে অনলাইনে ক্লাস শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসন। তবে আপাতত অনলাইনে কোনো ধরনের পরীক্ষা না নেওয়া হবে না। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে এক ভার্চুয়াল বৈঠকে এসব বিষয় সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে একাডেমিক কাউন্সিলের বৈঠক ডেকে বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশ, স্থগিত পরীক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়সমূহের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

ভার্চুয়াল মিটিংয়ে বিভিন্ন বিভাগের সভাপতি, অনুষদসমূহের ডিন এবং ইনস্টিটিউটসমূহের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক আমির হোসেন বলেন, আগামী ১২ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে অনলাইনে ক্লাস নেয়া শুরু করব। সে লক্ষ্যে গণিত ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদারকে প্রধান করে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে।

অনলাইনে ক্লাস পরিচালনায় শিক্ষকরা যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তবে তারা এ কমিটিকে অবহিত করবেন। যারা ইন্টারনেটের সমস্যার কারণে অনলাইন ক্লাসে উপস্থিত হতে পারবে না, তাদের জন্য অনলাইন ক্লাসের ভিডিওসমূহ ই-মেইল বা অন্যভাবে শিক্ষার্থীদের কাছে যেন পৌঁছানো যায়, সে বিষয়ে শিক্ষকদের নির্দেশনা দেয়া হবে। অর্থনৈতিক সমস্যা এবং অন্যান্য সমস্যা সমাধানে আরও দুটি কমিটি গঠিত হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে শুধু ক্লাস নেয়া হবে। তবে শিক্ষকরা অ্যাসাইনমেন্ট দিতে ও নিতে পারবেন। পরে আপৎকালীন পরিস্থিতি বিবেচনায় অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হলে পরীক্ষা বা টিউটোরিয়ালের কথা ভাবা হবে। এ ছাড়া সেখানে বিভিন্ন বর্ষের থেমে থাকা পরীক্ষা ও আটকে থাকা ফল প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে অনলাইন ক্লাস বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখা এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ৫ দফা দাবি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অংশগ্রহণ নিশ্চিত করা যায় এমন প্রস্তুতি নিয়েই কেবল অনলাইন ক্লাস শুরু করতে হবে এবং জরিপ করে প্রয়োজনীয় ডিভাইস ও ইন্টারনেট খরচ বাবদ বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের আর্থিক বরাদ্দ দিতে হবে।

উল্লেখ্য, গত ২৫ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

Tag :
আপলোডকারীর তথ্য

অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

জাবিতে অনলাইন ক্লাস শুরু ১২ জুলাই

আপডেট টাইম : ০২:৩৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০

আলোর জগত ডেস্ক:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১২ জুলাই থেকে অনলাইনে ক্লাস শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসন। তবে আপাতত অনলাইনে কোনো ধরনের পরীক্ষা না নেওয়া হবে না। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে এক ভার্চুয়াল বৈঠকে এসব বিষয় সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে একাডেমিক কাউন্সিলের বৈঠক ডেকে বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশ, স্থগিত পরীক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়সমূহের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

ভার্চুয়াল মিটিংয়ে বিভিন্ন বিভাগের সভাপতি, অনুষদসমূহের ডিন এবং ইনস্টিটিউটসমূহের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক আমির হোসেন বলেন, আগামী ১২ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে অনলাইনে ক্লাস নেয়া শুরু করব। সে লক্ষ্যে গণিত ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদারকে প্রধান করে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে।

অনলাইনে ক্লাস পরিচালনায় শিক্ষকরা যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তবে তারা এ কমিটিকে অবহিত করবেন। যারা ইন্টারনেটের সমস্যার কারণে অনলাইন ক্লাসে উপস্থিত হতে পারবে না, তাদের জন্য অনলাইন ক্লাসের ভিডিওসমূহ ই-মেইল বা অন্যভাবে শিক্ষার্থীদের কাছে যেন পৌঁছানো যায়, সে বিষয়ে শিক্ষকদের নির্দেশনা দেয়া হবে। অর্থনৈতিক সমস্যা এবং অন্যান্য সমস্যা সমাধানে আরও দুটি কমিটি গঠিত হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে শুধু ক্লাস নেয়া হবে। তবে শিক্ষকরা অ্যাসাইনমেন্ট দিতে ও নিতে পারবেন। পরে আপৎকালীন পরিস্থিতি বিবেচনায় অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হলে পরীক্ষা বা টিউটোরিয়ালের কথা ভাবা হবে। এ ছাড়া সেখানে বিভিন্ন বর্ষের থেমে থাকা পরীক্ষা ও আটকে থাকা ফল প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে অনলাইন ক্লাস বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখা এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ৫ দফা দাবি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অংশগ্রহণ নিশ্চিত করা যায় এমন প্রস্তুতি নিয়েই কেবল অনলাইন ক্লাস শুরু করতে হবে এবং জরিপ করে প্রয়োজনীয় ডিভাইস ও ইন্টারনেট খরচ বাবদ বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের আর্থিক বরাদ্দ দিতে হবে।

উল্লেখ্য, গত ২৫ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।